হোম > খেলা > ক্রিকেট

টেন্ডুলকারপুত্র অর্জুনের বিয়ে হচ্ছে কার সঙ্গে

ক্রীড়া ডেস্ক    

সানিয়া চন্দকের সঙ্গে বাগদান হয়ে গেল টেন্ডুলকার-তনয়ের। ছবি: এক্স

বাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।

বাবার মতো বড় ক্রিকেটার না হতে পারলেও বয়স তো আর থেমে নেই তাঁর। পঁচিশ থেকে আগামী মাসে ছব্বিশে পা রাখবেন অর্জুন। গতকাল বাগদানও হয়ে গেল তাঁর। গতকাল পারিবারিক এক অনুষ্ঠানে মুম্বাইয়ের ব্যবসায়ী রবি ইকবাল ঘাইয়ের নাতি সানিয়া চন্দকের সঙ্গে বাগ্দান হয়ে গেল অর্জুনের। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে আংটি বদল করেছেন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে খেলা অর্জুন।

সানিয়া চন্দকের সঙ্গে বাগদান হয়ে গেল টেন্ডুলকার-তনয়ের। ছবি: এক্স

টেন্ডুলকারের ছেলের সঙ্গে বাগদানের আগে কখনও সানিয়া চন্দক কখনো খবরের শিরোনামে আসেননি। তাই তাঁর সম্পর্কে খুব বেশি তথ্যও নেই। তবে জানা গেছে, মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন সানিয়া। লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ২০২০ সালে স্নাতক শেষ করেন।

ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিস (ডব্লিউভিএস) থেকে গত বছর ভেটেরিনারি টেকনিশিয়ানের সার্টিফিকেট নিয়েছেন সানিয়া চন্দক। যা তাঁর পশু-প্রেমেরই পরিচায়ক। ভারতীয় পত্রপত্রিকার খবর, পশু চিকিৎসায় ডিগ্রী নেওয়ার পর সানিয়া চান্দোকের নিজের একটি পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে। অর্জুনের সঙ্গে আগে থেকেই সানিয়ার জানা শোনা বলে খবর প্রকাশ ভারতীয় সংবাদমাধ্যমে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা