হোম > খেলা > ক্রিকেট

টানা তিন দিন খেলার ব্যাপারে কোহলির ‘রসিকতা’

ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচ রিজার্ভ ডেতে যেতেই ক্রিকইনফো মজা করে একটা পোস্ট দিয়েছিল। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট তখন লিখেছিল, ‘ভারতের টানা তিন ম্যাচ।’ সত্যিই তো তাই। সবকিছু ঠিকঠাক থাকলে আজই যে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে ভারতকে। 

কলম্বোর প্রেমাদাসায় গত পরশু শুরু হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম দিনই বিরাট কোহলিকে ব্যাটিংয়ে নামতে হয়েছে। তারপর গতকাল রিজার্ভ ডেতে ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাটিং করেছেন তিনি। ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে হয়েছেন ম্যাচ-সেরা। টানা দুই দিন খেললেও ভারতের যে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। একই মাঠে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় ভারতের প্রতিপক্ষ টানা ১৩ ওয়ানডে জয়ী শ্রীলঙ্কা, যেখানে ১৩ ম্যাচেই প্রতিপক্ষকে অলআউট করেছে লঙ্কানরা। 

অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টানা দুই দিন খেলে স্বাভাবিকভাবেই ভারতীয় খেলোয়াড়েরা ক্লান্ত। কোহলির কথায়ও এসেছে টানা তিন দিন খেলার প্রসঙ্গ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল একটু মজা করেই ভারতীয় এই ব্যাটার বলেছেন, ‘চিন্তা করছিলাম যে আগামীকাল (আজ) তিনটায় আমাকে খেলতে হবে। ভাগ্য ভালো যে আমরা টেস্ট খেলোয়াড়। ১০০-এর বেশি টেস্ট আমি খেলে ফেলেছি। কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা আমার জানা। নভেম্বরে ৩৫ বছর হবে আমার। সুস্থতার ব্যাপারেও তো আমাকে ভাবতে হবে (হাসি)।’ 

পাকিস্তানের বিপক্ষে ইনিংসটি ছিল গতকাল কোহলির ৪৭তম ওয়ানডে সেঞ্চুরি। ওয়ানডেতে দ্রুততম ১৩ হাজার রান করার রেকর্ডও করেন তিনি। ১৩ হাজার রান করতে ২৬৭ ইনিংস লেগেছে ভারতীয় এই ব্যাটারের। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩২১ ইনিংস।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার