হোম > খেলা > ক্রিকেট

কুম্বলেকে ছাড়িয়ে অশ্বিনের ৪২০

কানপুর টেস্টের প্রথম দিনে নতুন মাইলফলক স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। পূর্বসূরি অনিল কুম্বলেকে ছাড়িয়ে এশিয়ার মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ভারতীয় স্পিনার। 

বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় সেশন খেলা হয়েছে ৯ ওভার। বাংলাদেশ দিন পার করেছে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধীরস্থির ব্যাটিংয়ের শুরুর আভাস দিলেও আকাশ দীপের বলে দ্রুত ফিরে যান দুই ওপেনার জাকির হোসেন (০) ও সাদমান ইসলাম (২৪)। সেই ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি। 

তবে দ্বিতীয় সেশন শুরু করে বেশি দূর এগোতে পারেনি এই জুটি। অশ্বিন এলবিডব্লুর ফাঁদে ফেলেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক ৫৭ বলে ৩১ রান করে ফেরেন সাজঘরে। এই উইকেট নিয়েই কুম্বলেকে ছাড়িয়ে যান চেন্নাই টেস্টের ম্যাচসেরা অশ্বিন। এশিয়ার মাটিতে তাঁর উইকেটসংখ্যা দাঁড়াল ৪২০। 

এ তালিকার তিনে নেমে যাওয়া ভারতের সাবেক স্পিনার কুম্বলের উইকেট ৪১৯। সবার ওপরে থাকা লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের উইকেট ৬১২। ৩৫৪ উইকেট নিয়ে চারে রঙ্গনা হেরাথ ও ৩০০ উইকেট নিয়ে পাঁচে হরভজন সিং। এ তালিকার ওপরের পাঁচ জনই স্পিনার। 

কানপুরে আগামীকাল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শুরু করবেন মুমিনুল (৪০) ও মুশফিক (৬)।

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন