হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দেখবেন যেভাবে

বাংলাদেশের কোনো টেলিভিশনে দেখা যাবে না বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আইসিসি টিভির ওয়েবসাইটে সম্প্রচার করা হবে দুই দলের ওয়ানডে সিরিজ। ওয়েবসাইটে নিবন্ধন করে খেলা দেখতে হবে।

আইসিসি টিভির ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে বিনা মূল্যে। নতুনদের জন্য এই চ্যানেল  নিবন্ধন করার প্রক্রিয়া হচ্ছে, বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং বিনা মূল্যে সেখানে অ্যাকাউন্ট খোলা যাবে। আগে থেকে এই চ্যানেলে নিবন্ধন করা থাকলে নতুন করে নিবন্ধনের দরকার নেই। চ্যানেলে সাইন ইন করলেই দেখা যাবে খেলা। বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে। একই মাঠ এবং একই সময়ে ১২ ও ১৪ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে সরাসরি সম্প্রচারের কথা ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে কদিন আগেই। আয়ারল্যান্ড থেকে প্রিমিয়ার স্পোর্টসে দেখা যাবে এই দুই দলের ওয়ানডে সিরিজ। বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ টিভিতে সম্প্রচার নিয়ে সমস্যা অবশ্য নতুন কিছু নয়। গত বছরের জুনেও বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সিরিজের খেলা সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। পরে সেই সিরিজের খেলা দেখানো হয়েছে আইসিসি টিভিতে

আরও খবর পড়ুন:

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক