হোম > খেলা > ক্রিকেট

দলের জয়ে নান্নুর উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকায় প্রথমবার জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। ৩৮ রানের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে তামিম ইকবালের দল। দলের এমন সাফল্য ছুঁয়ে গেছে নির্বাচকদেরও। আজ মিরপুরে জয় নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

নির্বাচক হিসেবে নানা সময় সমালোচিত হয়েছেন মিনহাজুল আবেদীন। প্রধান নির্বাচক বললেন, ‘দল ভালো করলে শুধু আমরা না, পুরো দেশবাসীর জন্য গর্বের ব্যাপার। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দক্ষিণ আফ্রিকায় এমন একটা জয় পাওয়া, এটা বিশাল ব্যাপার। আশা করি পরের দুইটা ম্যাচেও দল ভালো করবে।’ 

দলের সাফল্য পাওয়ায় নির্বাচকদের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন মিনহাজুল আবেদীন। তিনি বলেছেন, ‘দল ভালো খেললে নির্বাচকেরা অবশ্যই আত্মবিশ্বাস পায়। গত দুই বছরে আমরা অনেক ওয়ানডে সিরিজ জিতেছি। ওয়ানডে দলের একটা ভারসাম্য আছে, যেটা টি-টোয়েন্টিতে এখনো আমরা পাইনি।’ 

ধীরে ধীরে টি-টোয়েন্টিতে ভারসাম্যপূর্ণ দল গঠনের কাজ চলছে জানিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘আস্তে আস্তে টি-টোয়েন্টি নিয়েও কাজ করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জয় অবশ্যই মানসিকভাবে আমাদের এগিয়ে নেবে। এই প্রক্রিয়ার মধ্যে থাকলে অন্যান্য সংস্করণেও ভালো কিছু হবে।’

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন