হোম > খেলা > ক্রিকেট

এখন থেকে ‘কড়ায়-গণ্ডায়’ হিসাব নেবেন মন্ত্রী পাপন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পূর্ণাঙ্গ মন্ত্রী হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। খেলাধুলার মানুষ হিসেবে মন্ত্রিত্ব পাওয়ায় তাঁকে ঘিরে ফেডারেশনগুলোর প্রত্যাশার পারদ তুঙ্গে। দায়িত্ব নেওয়ার আগে থেকে পাপন নিজেও ফেডারেশনগুলোর বিষয়ে খোঁজখবর করতেন। 

আরও নিবিড়ভাবে জানার জন্য উল্লেখযোগ্য আটটি ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আলাদাভাবে বসেছিলেন সদ্য দায়িত্ব পাওয়া মন্ত্রী পাপন। শুনেছেন তাদের চাহিদা, প্রত্যাশার বিষয়গুলো। আশ্বাস দিয়েছেন সেসব পূরণেরও। 

মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই ফেডারেশনগুলোর দাবিদাওয়া শোনা, তাদের চাহিদা পূরণ ও তিন বছরের একটি সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেছিলেন পাপন। আজকেও ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার পর কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। ফেডারেশনগুলোকে বরাদ্দ দেওয়ার পর সেসব ফেডারেশনকে কড়া নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। 

সাংবাদিকদের থেকে প্রশ্ন ছিল, বরাদ্দ দেওয়ার পর ফেডারেশনগুলো এসব বরাদ্দ কীভাবে ব্যবহার করছে সেসব বিষয়ে কড়া নজরদারির ওপর রাখা হবে কি না। জবাবে পাপন বললেন, ‘আমি এটা মনেপ্রাণে বিশ্বাস করি, যাকে যা দেওয়া হবে সেটা কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে। এবং সঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে কি না সেটা নিশ্চিত করতে হবে। নইলে আর পাবে না। এটা করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই।’ 

আজকের সভার পরও আর্চারি, শুটিং, ভলিবল ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আলাদাভাবে বসতে চেয়েছেন পাপন। নতুন মন্ত্রীর কাছে নিজেদের আলাদা কমপ্লেক্স চেয়েছে আর্চারি ও শুটিং। তাদের প্রত্যাশা পূরণ করা খুব সম্ভব বলে মনে করেন ক্রীড়া মন্ত্রী, ‘আমার যতটুকু ধারণা ছিল তার থেকে তাদের চাহিদা অনেক কম। এটা নিয়ে আমি এতটা চিন্তিত না।’

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার