হোম > খেলা > ক্রিকেট

দেড় মাস পর ব্যাটিংয়ে তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হুট করে অবসর, এক দিনের ব্যবধানে অবসর ভেঙে ফেরা, এরপর ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো—গত দেড় মাসে এসব নিয়ে তামিম ইকবালকে দেখা গেছে তিনবার সংবাদ সম্মেলনে। ক্রিকেটীয় ব্যস্ততা থেকে এই কদিন বেশ দূরেই ছিলেন ৩৪ বছর বয়সী তারকা। 

অবশেষে দেড় মাস পর ব্যাট হাতে অনুশীলন করলেন তামিম। আজ বিসিবির একাডেমি মাঠে বেলা ২টায় অনুশীলনে দেখা যায় তাঁকে। সেখানে ছিলেন এশিয়া কাপের ঘোষিত দলের বাইরে থাকা আরও ছয়-সাতজন ক্রিকেটার। তাঁদের নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প ব্যবস্থা করেছে বিসিবি। 

এই ক্যাম্পে আছেন তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, সাঈফ হাসান, জাকির আলীরাও। সাইফ-জাকিররা রয়েছেন ইমার্জিং দলেও। তাঁরা প্রস্তুত হচ্ছেন এশিয়ান গেমসের জন্য। এই ক্যাম্পে থাকা খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করেছেন তামিম। 

শুরুতেই স্বভাবসুলভ মারমুখী কোনো ব্যাটিং নয়, নেটে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার লক্ষ্যে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম। এই অনুশীলনে বাংলাদেশি ওপেনারকে সাহায্য করছেন বিসিবির কোচ মাহবুবুল আনাম, সোহেল ইসলাম, বাংলাদেশ দলের ট্রেনার নিক লি। তাঁরা পর্যবেক্ষণ করেছেন তামিমের ব্যাটিং। 

প্রতিযোগিতামূলক ম্যাচে তামিমকে সর্বশেষ দেখা গেছে গত ৫ জুলাই, চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচের পরদিন আকস্মিকভাবে চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন তিনি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে পরদিন সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। পুনর্বাসন প্রক্রিয়া এবং শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে এই বাঁহাতি ব্যাটারকে কয়েক সপ্তাহ ছুটিও দেওয়া হয়। এরপর চিকিৎসার জন্য লন্ডনে যান তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর আরও কয়েক দিনের পুনর্বাসন প্রক্রিয়ার দরকার ছিল। সেসব শেষ করে আজ ব্যাট হাতে অনুশীলনে ফিরলেন তামিম। মাঝখানে এই মাসের শুরুতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন তিনি। খেলছেন না এশিয়া কাপেও।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা