হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের জার্সিতে আর খেলার আগ্রহ নেই মালিকের

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দিন ধরেই ব্রাত্য শোয়েব মালিক। কবে ফিরতে পারেন, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ৪২ বছর বয়সী অলরাউন্ডার যেন পাকিস্তানের জার্সিতে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন। 

পাকিস্তানের জার্সিতে মালিক সবশেষ খেলেছেন ২০২১ এর নভেম্বরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর আর পরা হয়নি পাকিস্তানের জার্সি। স্থানীয় এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় মালিককে। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘বছরের পর বছর ধরে খেলতে পেরে খুশি। পাকিস্তানের হয়ে আর খেলার কোনো আগ্রহ নেই।’ 

আইপিএল বাদে বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পরিচিত মুখ মালিক। এ বছর বিপিএল, পিএসএল—দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাটা উপভোগ করছেন ৪২ বছর বয়সী পাকিস্তানি অলরাউন্ডার, ‘আমি এরই মধ্যে দুই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছি। লিগ ক্রিকেট খেলে সময়টা উপভোগ করছি। সুযোগ পেলে সেটা লুফে নেওয়ার চেষ্টা করব।’ 

১৯৯৯ থেকে শুরু করে ২০২১ পর্যন্ত ২২ বছর পাকিস্তানের জার্সিতে খেলেছেন মালিক। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪৬ ম্যাচ খেলে ৩৩.৯০ গড়ে করেছেন ১১৮৬৭ রান। ১২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৬১ ফিফটি। আন্তর্জাতিক ক্রিকেটের দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন ঠিকই। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে এখনো বিদায় বলেননি তিনি। পাকিস্তানের জার্সিতে আর টি-টোয়েন্টিতে খেলবেন কি না, সেই প্রশ্নের উত্তরে তারকা অলরাউন্ডার বলেন, ‘আমি তো আগেই বলেছি যে কোনো আগ্রহ নেই আমার (আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা)। সব ধরনের ক্রিকেট থেকে একেবারে অবসরের ঘোষণা দেব।’ 

 ১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড ক্রিস গেইলের। বিপিএল, আইপিএল, পিএসএলসহ বিশ্বজুড়ে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁর পদচারণা রয়েছে। গেইল, মালিক—স্বীকৃত টি-টোয়েন্টিতে তাঁরা দুজনই ১৩ হাজার রানের গন্ডি পেরিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখনো পর্যন্ত ৫৪২ ম্যাচ খেলে মালিক করেছেন ১৩৩৬০ রান।

বিপিএল তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি