ঢাকা : পাকিস্তানে দ্বিপক্ষীয় সিরিজ ফিরেছে আগেই। এবার নাকি ফিরতে যাচ্ছে আইসিসির টুর্নামেন্টও! এমন কথা শুনিয়ে পাকিস্তানের এক পত্রিকা লিখেছে, চ্যাম্পিয়নস ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে বিডিং প্রস্তুত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১ জুন আইসিসির বার্ষিক সভায় আইসিসি ২০২৪-২০৩১ পর্যন্ত ২৮টি বৈশ্বিক টুর্নামেন্টের নাম ঘোষণা করেছে, যেখানে পাকিস্তানে হতে পারে কমপক্ষে পাঁচটি বৈশ্বিক টুর্নামেন্ট। এই প্রসঙ্গে পাকিস্তানের এক পত্রিকা কাল লিখেছে, আইসিসি তার সদস্যদেশগুলোর কাছে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে জানতে চেয়েছিল। সেখানে পাকিস্তান টুর্নামেন্ট আয়োজন নিয়ে আগ্রহ দেখিয়েছে। পিসিবি এ বিষয়ে আইসিসির কাছে তাদের বিডিং জমা দেবে। অবশ্য বিডিং জমা দিলেই টুর্নামেন্ট আয়োজন করতে পারবে, তা নয়। ডিসেম্বরের সভায় আইসিসির নিরপেক্ষ কমিটি সেটি বিবেচনা করবে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী বছর।
পত্রিকাটি আরও জানিয়েছে, পিসিবি অবশ্য সব টুর্নামেন্ট একা আয়োজন করতে চাইছে না। যৌথভাবে আইসিসির কিছু টুর্নামেন্ট আয়োজন করতে ইতিমধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছে পিসিবি।
২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে একরকম নির্বাসিত ছিল ক্রিকেট। ২০১৫ সালে জিম্বাবুয়ে পাকিস্তানে গেলেও অন্য দলগুলো সাহস পাচ্ছিল না। অবশ্য ২০১৯ থেকে নিয়মিত পাকিস্তান সফর করছে টেস্ট খেলুড়ে দলগুলো। এসব সিরিজ সফলভাবে আয়োজন করতে পারায় পাকিস্তান এবার আশা দেখছে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনেও। যদি তাই হয়, '৯৬–এর বিশ্বকাপের পর এই প্রথম পাকিস্তানে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের দেখা মিলবে।