হোম > খেলা > ক্রিকেট

ভিসা না পাওয়া রানা লাল বলের অনুশীলনে

আজকের পত্রিকা ডেস্ক­

অনুশীলনে নাহিদ রানা। ছবি: ফেসবুক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল। বাংলাদেশ দলের ১৫ সদস্যের মধ্যে ১৩ জন শারজায় প্রথম দিনের অনুশীলন করেছেন গতকাল। তবে ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যোগ দিতে পারেননি পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ।

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া নাহিদ রানাকে এই সমস্যায় পড়তে না হলে গতকালই শারজায় তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে অনুশীলনে দেখা যেত। ঢাকায় থেকে যাওয়ায় আজ সকালে মিরপুর ইনডোরে এই পেসারকে গত দুই টেস্ট সিরিজে খেলা কয়েকজন ক্রিকেটারের সঙ্গে লাল বলে অনুশীলন করতে দেখা গেছে।

ইনডোরে মাহমুদুল হাসান জয়, পেসার হাসান মাহমুদ, সাদমান ইসলাম ও মুমিনুল হকের সঙ্গে লাল বলের প্রস্তুতি নিতে দেখা যায় রানাকে। তবে নাসুম অনুপস্থিত ছিলেন অনুশীলনে। তাঁর ফোনে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এখনো নাহিদ ও নাসুমের সংযুক্ত আরব আমিরাতের ভিসা হয়নি। ক্রিকেট অপারেশনস বিভাগ থেকে তাঁদের ভিসার সর্বশেষ পরিস্থিতি জানতে চাওয়া হলে জানানো হয়, দুবাইগামী ফ্লাইটের টিকিট বুকিং করা আছে। তবে এখনো ভিসা পাননি তাঁরা। তবে আজ দিনে পেলে রাতের ফ্লাইটেই পাঠিয়ে দেওয়া হবে, সেভাবে প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে দুই ক্রিকেটারকে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা