হোম > খেলা > ক্রিকেট

যে কারণে প্রথম টেস্টে নেই তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোট কাটিয়ে ১১ মাস পর টেস্টে ফেরার অপেক্ষায় ছিলেন তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওপেনিংয়ে নতুন সঙ্গীও পেয়েছিলেন তিনি। কিন্তু ম্যাচের দিন সকালে হঠাৎ পেটে ব্যথা শুরু হওয়ায় প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি ওপেনার।

আজ দক্ষিণ আফ্রিকা থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়জেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ফিজিও বলেছেন, ‘তামিম আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে প্রচণ্ড পেট ব্যথায় ভুগছে। আমাদের ডাক্তাররা ওর সঙ্গে হোটেলেই আছে। তামিমকে আমরা আর মাঠে নিয়ে আসিনি, যেহেতু ওর পেটে অনেক ব্যথা হচ্ছে, টয়লেটিং হচ্ছে। এরই মধ্যে ওষুধ দেওয়া হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যে কমে আসবে। দেখা যাক কী হয়।’

তামিমের সঙ্গে ডারবান টেস্ট খেলা হচ্ছে না তরুণ পেসার শরিফুল ইসলামের। পিঠের ব্যথায় তাঁকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল আগেই। সেই শঙ্কাই সত্যি হলো। অনুশীলনের পর দুর্বহ হয়ে পড়ছেন শরিফুল। এজন্য প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।

বায়জেদুলের ব্যাখ্যা, ‘শরিফুলের ক্ষেত্রে যেটা হয়েছে, ওর পিঠের চোট আছে। অনুশীলনের পর কিছুটা দুর্বলতা অনুভব করছে। এজন্য আমরা তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছি না। ওকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক