হোম > খেলা > ক্রিকেট

ইমরুল-আরিফুলের সেঞ্চুরির দিনে সাদমানের ম্যাচ জেতানো ৯১

ইনিংস ওপেন করতে নেমে সতীর্থদের আসা-যাওয়া দেখছিলেন ইমরুল কায়েস। তবে অন্য প্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। তাঁর মতো সেঞ্চুরি পেয়েছেন সতীর্থ আরিফুল ইসলামও।

দুজনের সেঞ্চুরিতে ৮৪ রানের জয় পেয়েছে মোহামেডান। টানা দ্বিতীয় জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ২৬৭ রানের লক্ষ্য দিয়েছিল তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ ওভার খেলে ৯ উইকেটে ১৮২ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ টাইগার্স। ওপেনিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেছেন মাহফিজুল ইসলাম রবিন। প্রতিপক্ষ রূপগঞ্জকে অল্পতে বেঁধে রাখতে শুরুতেই ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন ৪ উইকেট পাওয়া আবু হায়দার রনি। পরে তাঁকে সঙ্গ দিয়েছেন ৩ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম ইসলাম।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় মোহামেডান। অধিনায়ক ইমরুলকে রেখে একে একে আউট হন মোহামেডানের তিন ব্যাটার রনি তালুকদার, মাহীদুল ইসলাম অঙ্কন ও রুবেল মিয়া। ৫২ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল ঠিক তখনই আরিফুলকে নিয়ে ম্যাচের হাল ধরেন ইমরুল। শুধু হালই ধরেননি দলকে চতুর্থ উইকেটে ১৭৬ রানের জুটি গড়ে বড় সংগ্রহও এনে দেন তাঁরা। দুজনে সেঞ্চুরিও তুলে নেন।

 ১২৭ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেন ইমরুল। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩তম সেঞ্চুরি পেয়েছেন ইমরুল। অন্যদিকে সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক আরিফুল ১০৬ বলে ১১৫ রান করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেছেন ৪ ছক্কা ও ৯ চারে।

বিকেএসপিতে অন্য দুই ম্যাচে সমান ৫ উইকেটের জয়ে ডিপিএলে দ্বিতীয় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের ১৮৮ রানের লক্ষ্যে ৫ উইকেট হাতে রেখে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন সাদমান ইসলাম। তাঁর আগে অবশ্য বোলিংয়ে দলের জয়ের কাজটা করে রেখেছিলেন ৪ উইকেট করে নেওয়া আব্দুল হালিম ও আলাউদ্দিন বাবু। প্রতিপক্ষকে ১৮৭ রানে অলআউট করে। সিটির দলীয় রানের অর্ধেকের বেশি করেছেন ওপেনার সিদ্দিকুর রহমান। ১১ চারে ৯৬ রান করে সিদ্দিকুর আউট হওয়ায় সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের সঙ্গে যোগ হয়েছে দলের হারের হতাশাও। 

অন্যদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠেও রানের দেখা পাওয়া যায়নি। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩০ রানেই অলআউট হয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে করেন আজমির আহমেদ ও মোহাম্মদ রাজিবুল ইসলাম। প্রতিপক্ষকে অল্পতে আটকাতে ৪ উইকেটে নিয়ে গাজী গ্রুপের সেরা বোলার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তাঁকে সঙ্গ দিয়েছেন ৩ উইকেট নেওয়া পেসার জয়নুল ইসলাম। ১৩১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে গাজী গ্রুপও ৫ উইকেটে হারিয়ে বসে। তবে তিনে নেমে অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন অধিনায়ক মেহেদী মারুফ।

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর রাজ্য ক্রিকেট সংস্থার ‘বিশেষ ব্যবস্থা’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়ক বদলাল শ্রীলঙ্কা

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কী হবে

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি