হোম > খেলা > ক্রিকেট

আকবরদের বিশ্বকাপ জেতানো কোচ এখন বাংলাদেশের প্রতিপক্ষ 

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কান কোচ নাভিদ নেওয়াজের অধীনেই ২০২০ সালের যুব বিশ্বকাপে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। আকবর-শরীফুলরা দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল। অনূর্ধ্ব-১৯  বিশ্বকাপে শিরোপা এনে দেওয়া সেই কোচই এবার বাংলাদেশের প্রতিপক্ষ। নাভিদ শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিয়েছেন। দুই বছরের জন্য লঙ্কান বোর্ড তাঁকে এ দায়িত্ব দিয়েছে।

দীর্ঘদিন বাংলাদেশে কাজ করে যাওয়া নাভিদের নতুন অধ্যায় শুরু হচ্ছে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর দিয়েই। আগামী মে মাসে ২ টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজই নাভিদের প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে চুক্তির মেয়াদ শেষ না হতেই বাংলাদেশকে বিদায় বলেছেন ৪৮ বছর বয়সী এই কোচ। তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৩ সাল পর্যন্ত। তবু তাঁর ইচ্ছায় বিসিবি তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।

২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন নাভিদ। এরপর তাঁর অধীনে ২০২০ বিশ্বকাপে অনূর্ধ্ব ১৯ দল চমক দেখালেও এবারের আসরে মুখ থুবড়ে পড়েছিল। টুর্নামেন্ট শেষ করেছিল অষ্টম স্থানে থেকে। 

নাভিদের মতো শ্রীলঙ্কার নতুন হেড কোচ ক্রিস সিলভারউডেরও যাত্রা শুরু হতে যাচ্ছে বাংলাদেশ সফর দিয়ে। নাভিদ, সিলভারউড ছাড়া বাংলাদেশ সফরের কোচিং স্টাফে থাকছেন চামিন্ডা ভাস, পিয়াল উইজেতুঙ্গে ও মনোজ আবিউইকক্রামা। ভাস পেস বোলিং ইউনিট, উইজেতুঙ্গে স্পিন বোলিং বিভাগ এবং আবিউইকক্রামা ফিল্ডিংসহ অন্যান্য সাপোর্টিং দায়িত্ব সামলাবেন।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা