হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে যে কৌশলে ঘায়েল করতে চান রুমানারা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ অলরাউন্ডার রুমানা আহমেদ মনে করেন, তাঁরা যে প্রস্তুতি নিয়েছেন, সেটি যথেষ্ট। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের পরিসংখ্যানটা অবশ্য খুব একটা উজ্জ্বল নয়। এখনো পর্যন্ত ১৫ ম্যাচে জয় মাত্র একটিতে। এই এশিয়া কাপে বিসমাহ মারুফদের যাত্রাও বাংলাদেশের মতো দুর্দান্ত হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়াকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। 

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে রুমানার পারফরম্যান্স বলার মতোই। ৮ উইকেটের সঙ্গে করেছেন ২১৭ রান। এ ম্যাচেও প্রতিপক্ষের রাডারে থাকবেন রুমানা। আগের ধারাবাহিকতা এবারও অব্যাহত রাখার লক্ষ্য এই অলরাউন্ডারের, ‘সব সময় দলকে অলরাউন্ড পারফরম্যান্সে অবদান রাখার চেষ্টা করি। ওই ধারাবাহিকতাই ধরে রাখার চেষ্টা করব। এটা আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করব।’

কদিন আগে আয়ারল্যান্ডকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখার প্রত্যাশা রুমানার, ‘আমরা তো আমাদের শক্তির জায়গা দেখব। আমরাও ভালোভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটি টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। বড় কিছু অর্জন করার লক্ষ্য আমাদের। এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনে আরও ভালো করবে।’ 
 
আগামীকাল কোন কৌশলে পাকিস্তানকে হারাতে চাইবে বাংলাদেশ, সেটিও জানিয়ে রাখলেন রুমানা, ‘ওরা স্পিন ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই ওদের বরাবর আক্রমণ করেছি আমরা। আমাদের স্পিনাররা আগে যেটা করত, এখন আরও ভালো করছে। স্পিনাররা সেরাটা দিয়ে আসছে। এখানেও পাকিস্তানকে হারাতে আমাদের স্পিন যথেষ্ট (সক্ষম)।’ 
 
স্পিন-শক্তির কথা বিশেষভাবে বললেও পেস বোলিং বিভাগকেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন রুমানা। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডে আমাদের পেসাররা ভালো করেছে। এখানে দেখা যাচ্ছে স্পিনাররা বরাবরই ভালো করে, ছেলে বা মেয়ে—দুই দলই। পেস-স্পিন দুটো বিভাগই ভালো। কিন্তু স্পিন আমাদের শক্তির জায়গা মনে করি।’ 
 
আগে ব্যাটিং করলে পাকিস্তানের বিপক্ষে জিততে ১৪০ রানের স্কোরই যথেষ্ট মনে করেন রুমানা।

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের