হোম > খেলা > ক্রিকেট

বিমানের টিকিটের খোঁজে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। আজ সকালে পাকিস্তানের উড়ানে চড়ার কথা ছিল ক্রিকেটারদের। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এখনো বেশ অস্থিতিশীল দেশের পরিস্থিতি। বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঘোষণায় আটকে যায় ‘এ’ দলের ক্রিকেটারদের ফ্লাইট। 

বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে বিসিবি। বিমানবন্দর কয়েক ঘণ্টার বন্ধ ঘোষণায় ‘এ’ দলের ফ্লাইটসূচি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। ক্রিকেট বোর্ড চেষ্টা করছে দ্রুতই খেলোয়াড়দের পাঠাতে, যাতে পাকিস্তান গিয়ে এক-দুই দিন প্রস্তুতি নিতে পারেন তাঁরা। ধীরে ধীরে বিমানবন্দরের ফ্লাইট স্বাভাবিক হতে শুরু করেছে। দ্রুতই টিকিট পাওয়ার আশা বিসিবির। 

চট্টগ্রামে বেশ কিছু দিন ধরে চলা প্রস্তুতি ক্যাম্প শেষে ঢাকায় ফেরেন ক্রিকেটাররা। জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে মিরপুরেও কয়েক দিন অনুশীলন করার কথা ছিল ‘এ’ দলের ক্রিকেটারদের। কঠিন পরিস্থিতিতে বাতিল করা হয় ক্যাম্প। জানা গেছে, সব খেলোয়াড়েরা ঢাকায় অবস্থান করছেন। অপেক্ষা শুধু ফ্লাইটের। 

দুপুরে পাকিস্তান সফরের জন্য প্রথম চার দিনের ম্যাচে ‘এ’ দলে ডাক পাওয়া স্পিনার নাঈম হাসান মিরপুরে জিম করতে এসেছিলেন। পাকিস্তান সফর নিয়ে আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে সফরের জন্য। আমরা প্রস্তুত আছি। ফ্লাইট টিকিট পাওয়া গেলে আমাদের জানানো হবে।’ 

সূচি অনুযায়ী আগামী ১০ আগস্ট থেকে পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে প্রথম চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৭ আগস্ট। ওয়ানডে ম্যাচগুলো হবে ২৩,২৫ ও ২৭ আগস্ট। দুই সংস্করণের সব ম্যাচই হবে ইসলামাবাদে।

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি