হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে লাফ চ্যাপম্যানের

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন মার্ক চ্যাপম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিও করেছেন তিনি। সেঞ্চুরির পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও মিলেছে পুরস্কার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৪৫ ধাপ এগোলেন কিউই এই ব্যাটার। 
 
গত পরশু শেষ হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ১০৪ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন চ্যাপম্যান। এই বাঁহাতি ব্যাটারের ঝোড়ো সেঞ্চুরিতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ সমতায় শেষ করতে পারে কিউইরা। ২৯০ গড়ে সিরিজ সর্বোচ্চ ২৯০ রান করে হয়েছেন সিরিজসেরা। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন কিউই এই বাঁহাতি ব্যাটার। 
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ও তিনে আছেন রিজওয়ান ও বাবর। শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যবধান কমিয়েছেন রিজওয়ান। ১৩ পয়েন্ট বেড়ে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রেটিং এখন ৮১১। সর্বশেষ টি-টোয়েন্টিতে ৯৮ রান করে অপরাজিত ছিলেন পাকিস্তানি এই ওপেনার। শীর্ষে থাকা সূর্যকুমারের রেটিং ৯০৬। অন্যদিকে তিনে থাকা বাবর ১৩ পয়েন্ট খুইয়ে তাঁর রেটিং এখন ৭৫৬। 

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। এই র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ইমাদ ওয়াসিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে ৪৪ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। এই সংস্করণে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি