হোম > খেলা > ক্রিকেট

১২ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া নেদারল্যান্ডসের দল ঘোষণা 

২০১১ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিল নেদারল্যান্ডস। তখন আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ১২ বছর পর আবারও উপমহাদেশে হচ্ছে বিশ্বকাপ। ভারতে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডাচরা। 

২০২৩ বিশ্বকাপে নেদারল্যান্ডস দলকে নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। তাঁর নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ডাচরা। এ বছরের জিম্বাবুয়েতে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে ৪ ফিফটি ও ৬২.৮০ গড়ে করেছেন ৩১৪ রান। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বেও থাকবেন তিনি। এই দলে ওপেনার হিসেবে থাকবেন ম্যাক্স ও ডাউড ও বিক্রমজিৎ সিং। গত এক বছর ওয়ানডেতে ডাচদের নির্ভরযোগ্য উদ্বোধনী জুটি হয়ে উঠেছেন ও’ডাউড ও বিক্রমজিৎ।

নেদারল্যান্ডসের ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরেছেন রোয়েলফ ফন ডার মারউই। ২০২১ এর নভেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন মারউই। মারউই একসময় প্রোটিয়াদের হয়ে ১৩ ম্যাচ খেলেছেন। ওয়ানডে দলে ফিরেছেন কলিন অ্যাকারমান। এ বছরের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেছেন অ্যাকারমান। আর গত বছর অস্ট্রেলিয়ায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। তাছাড়া এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।

লোগান ফন বিক, বাস ডি লিডির মতো কার্যকরী অলরাউন্ডাররাও আছেন নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে। বিশ্বকাপ বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়েছেন ফন বিক। বাছাইপর্বেই স্কটল্যান্ডের বিপক্ষে ঝোড়ো সেঞ্চুরি ও বোলিংয়ে ম্যাচ জিতিয়েছেন ডি লিডি।

নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও ডাউড, বাস ডি লিডি, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, রোয়েলফ ফন ডার মারউই, আরিয়ান দত্ত পল ফন মিকিরেন, কলিন অ্যাকারমান, লোগান ফন বিক, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, সারিজ আহমাদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেক্ট।

 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ