হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কান খেলোয়াড়দের চুলের ছাঁট নিয়ে ভক্তদের হাস্যরস

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। এবার প্রস্তুতি বিশ্বকাপে যাওয়ার। ওমানে প্রথম রাউন্ড খেলার জন্য আগেভাগে যাবে কিছু দল। সেই দলের একটি শ্রীলঙ্কা। আজই ওমানে যাওয়ার কথা তাদের। যাওয়ার আগে প্রস্তুতির সঙ্গে সাজসজ্জার কাজটাও সেরে যাচ্ছেন শ্রীলঙ্কান খেলোয়াড়েরা।

নতুন চুলের ছাঁটে ওমান যাচ্ছেন খেলোয়াড় আর কোচিং স্টাফরা। আর তাঁদের চুলের ছাঁট দিয়েছেন দানুষ্কা চাথুরাঙ্গা নামে এক নরসুন্দর। শ্রীলঙ্কান খেলোয়াড়দের চুলে ছাঁট দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই নরসুন্দর। এ জন্য শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে ধন্যবাদ জানিয়েছেন চাথুরাঙ্গা। লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে এক কোম্পানি থেকে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। তাদেরও ধন্যাবাদ জানিয়ে বলেছেন, ‘আমি গর্বিত আমাকে সুযোগ দেওয়ায়। বিশেষ ধন্যবাদ শ্রীলঙ্কা দলের অধিনায়ক দাসুন শানাকাকে।’

খেলোয়াড়দের একসঙ্গে চুলে ছাঁটের ব্যাপারটা ভালোভাবে নেননি ভক্ত-সমর্থকেরা। ছবিগুলো নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে লিও সেলুন প্রাইভেট লিমিটেড নামে সেই কোম্পানি। সেখানেই চুলের ছাঁট নিয়ে মজা করেছেন ভক্ত-সমর্থকেরা। সাম্প্রতিক সময়ে মাঠে শ্রীলঙ্কা দলের পারফরম্যান্স খুব জুতসই নয়। সেটাকে খোঁচা দিয়ে কয়েকজন লিখেছেন, ‘মাঠে যাই হোক, মাঠের বাইরে সব ঠিকঠাক।’

আরেকজন তো মজার ব্যাপারটা পুরোপুরি ছাড়িয়ে গেছেন! খোঁচা দিতে গিয়ে লিখেছেন, ‘চুলে ছাঁট দিয়ে সবাই ওমানে ভ্রমণে যাচ্ছে।’ 

শ্রীলঙ্কার খেলোয়াড়েরা নিশ্চয়ই এসব খোঁচা দূরে সরিয়ে রেখে মাঠের বাইরের মতো মাঠেও রাঙাতে চাইবেন।

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা