হোম > খেলা > ক্রিকেট

সাকিবের সঙ্গে ‘খারাপ’ সম্পর্ক নিয়ে তামিম যা বললেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একসময় সাকিব আল হাসান ও তামিম ইকবাল ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সে সময়টা অবশ্য বেশ আগেই পেছনে ফেলে এসেছেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুজনের দ্বন্দ্ব নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। সম্পর্কের শীতলতা অস্বীকার না করলেও এটা দলে কোনো প্রভাব ফেলে না বলে দাবি তামিমের।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন তামিম। তবে ইংল্যান্ড সিরিজে সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়েই বেশি কথা বলতে হয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ককে। তামিম বলেছেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে, মাঠে যখন আমি নামি, আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন যেকোনো পরামর্শ চাই, সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে, তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।’ 

মাঠের ভেতর দুজনের সম্পর্ক নিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে মনে হয়, এই জিনিসগুলো যদি ঠিক থাকে...আমি একটা সংস্করণের অধিনায়ক, যখনই আমার সহায়তার প্রয়াজন হয়, সে (সাকিব) করে। আমি আপনাকে এটা নিশ্চিত করছি, সে যখন অধিনায়কত্ব করে এবং আমি টেস্ট খেলি, কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সব সময় আছি। এটাই গুরুত্বপূর্ণ জিনিস। এর বাইরে কিছু নেই।’

সর্ম্পক ঠিক করা নিয়ে সাকিব-তামিম দুজনের সঙ্গেই বসেছিল বিসিবি। তবে ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন পাপন। মাঠের বাইরেও এখন দুজনের সম্পর্ক ঠিকঠাক করা যায় কি না প্রশ্নে তামিম অবশ্য বলেছেন, ‘চাইলে সবই সম্ভব।’

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

চুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজ ইস্যুতে তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি

মোস্তাফিজের প্রতি অবিচার ও চরম অসহিষ্ণু আচরণ করেছে ভারত: বাফুফে সভাপতি

সিলেটকে উড়িয়ে রাজশাহীকে পেছনে ফেলল চট্টগ্রাম

আলোকস্বল্পতা-বৃষ্টি বাগড়ায় সিডনিতে অর্ধেক খেলার পরই শেষ, ইংল্যান্ডের কী অবস্থা

ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরাতে আইসিসিকে বিসিবির চিঠি

ভারত থেকে ম্যাচ সরলে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দলেও