হোম > খেলা > ক্রিকেট

মুমিনুল-লিটনের ব্যাটে বাংলাদেশের লিড

মাউন্ট মঙ্গানুই টেস্টে আরেকটি দারুণ দিন পার করছে বাংলাদেশ। দিনের শুরুতে সেঞ্চুরির অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়কে হারালেও বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুমিনুল হক আর লিটন দাস। দুজনের জুটি এর মধ্যে সেঞ্চুরি ছাড়িয়ে গেছে। বাংলাদেশও পেয়ে গেছে কাঙ্ক্ষিত লিড।

উপমহাদেশের বাইরে দ্বিতীয় ইনিংসে এবারই প্রথম কোনো দলের বিপক্ষে লিড নিল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪১ রান। লিড ১৩ রান। মুমিনুল-লিটনের জুটির এখন পর্যন্ত সংগ্রহ ১৩৮ রান।

আগের দিনের সঙ্গে আর মাত্র আর ৮ রান যোগ করে নিল ওয়াগনারের বলে আউট হয়ে যান জয় (৭৮)। মুমিনুলের সঙ্গে জুটির আশা জাগিয়েও ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে হতাশ করেন মুশফিকুর রহিম (১২)।

এখন পর্যন্ত এরপরের গল্পটা মুমিনুল-লিটনের। বছরটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন লিটন। ব্যাটিংয়ে রানের ফল্গুধারা অব্যাহত আছে নিউজিল্যান্ডের মাটিতেও। লিটন অপরাজিত আছেন ৬৭ রানে, মুমিনুল ৭৯ রানে। ইনিংসে এখন পর্যন্ত ৯টি চার মেরেছেন লিটন, চারের সংখ্যাই নয়, মুগ্ধতা ছড়িয়েছেন মারার ধরনে। কখনো স্ট্রেইট ড্রাইভ, কখনো কাভার ড্রাইভ, তো কখনো ওয়াগনারের শর্ট বলকে তুলির আছড়ে মিডউইকেটে দিয়ে বাউন্ডারি ছাড়া করছেন। 

পিছিয়ে নেই মুমিনুলও। ৭৯ রানের ইনিংসে ১১টি চার বাংলাদেশ অধিনায়কের। 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ