হোম > খেলা > ক্রিকেট

শাহরুখ-সালমান ছোট ভাইয়ের মতো দেখতেন, জানালেন শোয়েব

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের সঙ্গে শাহরুখ খান ও সালমান খানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সবারই জানা। শোয়েব এবার নিজেই এক সাক্ষাৎকারে বলিউডের এই দুই তারকার সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন। 

সাক্ষাৎকারে শোয়েব জানিয়েছেন, বলিউডের দুই খান তাঁকে সব সময় ছোট ভাইয়ের মতো আগলে রাখতেন। তিনি যখন ভারতে ছিলেন তখন সালমান ও শাহরুখের সঙ্গে দারুণ সখ্য ছিল। স্থানীয় বন্ধুরা শোয়েবকে মজা করে পরিচয়পত্র নতুন করে বানিয়ে নিতে বলতেন। 

সাক্ষাৎকারে ভারতে কাটানো সময়ের স্মৃতিচারণ করেছেন শোয়েব। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ‘বোম্বাই (মুম্বাই) এর মানুষের সঙ্গে মিশতে পছন্দ করতাম। সালমান ও শাহরুখ আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। আমি যখনই তাঁদের পরিবার ও তাঁদের চেনা মানুষের সঙ্গে থাকতাম, তাঁরা আমাকে আগলে রাখতেন। দুর্ভাগ্যবশত, পাঁচ বছর হয়ে গেছে, আমি ভারতে যেতে পারিনি। 

সাক্ষাৎকারে শোয়েব আরও জানিয়েছেন, তিনি সব সময় চান ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের যেন উন্নতি হয়। এ সময় তাঁর বন্ধুদের উদ্দেশে মজা করে বলেছেন, ‘কয়েক মাসের মধ্যেই যেন ভারত-পাকিস্তানের সম্পর্ক ভালো হয়। তখন আমি ওখানে (ভারত) গিয়ে প্রচুর টাকা উপার্জন করব।’

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের