হোম > খেলা > ক্রিকেট

যেখানে শচীনকেও পেছনে ফেললেন বাবর

বর্তমানে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন বাবর আজম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন পাকিস্তান অধিনায়ক। তিন ম্যাচের সিরিজে এক ফিফটি ও দুই সেঞ্চুরিতে ২৭৮ রান করে হয়েছেন সিরিজ সেরা। চোখধাঁধানো পারফরম্যান্সের পর এবার  সর্বকালের সেরা আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেললেন বাবর। 

এতদিন ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে ছিলেন শচীন । এবার ভারতীয়  কিংবদন্তিকে   টপকে ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে  এখন ১৫তম অবস্থানে উঠে এসেছেন বাবর। আর শচীন নেমে গেছেন ১৬তে। ৯৩৫ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা আইসিসি ওয়ানডে ব্যাটারদের এই  তালিকার সবার উপরে রয়েছেন ক্যারিবিয়ান  কিংবদন্তি ব্যাটার স্যার ভিভ রিচার্ডস। বর্তমান সময়ে খেলা   ক্রিকেটারদের মধ্যে বাবরের উপরে  আছেন শুধু বিরাট কোহলি।  ৯১১ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে  আছেন সাবেক ভারতীয় অধিনায়ক। 

সর্বকালের সেরা আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে এখন তৃতীয় অবস্থানে আছেন বাবর । ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকার ৭ নম্বরে আছেন জাভেদ মিয়াঁদাদ এবং ৯৩১ রেটিং পয়েন্ট নিয়ে ২য় স্থানে পাকিস্তানের আরেক কিংবদন্তি জহির আব্বাস।   

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ