টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্ট দিয়ে মাঠে নামছেন বিরাট কোহলি। এই টেস্টে একাধিক রেকর্ড কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে। চাই শুধু একটি সেঞ্চুরি। সেঞ্চুরি পেলে আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যায় রিকি পন্টিংকে ছাড়িয়ে যাবেন কোহলি। পন্টিংকে ছাপিয়ে গড়বেন আরও একটি রেকর্ড।
দীর্ঘ দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাননি কোহলি। এই সময়ে ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট মিলিয়ে খেলেছেন ৫৬টি ইনিংস। সর্বশেষে সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলে ডে-নাইট টেস্টে। এবার সেই সেঞ্চুরি খরা ঘোচাতে পারলে তিন সংস্করণ মিলিয়ে পন্টিংয়ের ৭০ সেঞ্চুরি ছাড়িয়ে যাবেন ভারতীয় অধিনায়ক।
সেঞ্চুরি পেলে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৪২ সেঞ্চুরি করার কীর্তিও গড়বেন কোহলি। এখন পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে ১ নম্বরে আছেন। পন্টিংকে ছাপিয়ে যাবেন অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সেঞ্চুরির হিসেবেও। টেস্টে অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির দিক দিয়েও যে পন্টিংকে পেছনে ফেলবেন কোহলি।
খেলাটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে বলেই হয়তো আশায় বুক বাঁধছেন কোহলি। এখানে ৪টি টেস্টে ৬টি ইনিংসে ৭২.১৬ গড়ে করেছেন ৪৩৩ রান। আছে ১ সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠে শেষ টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ২৩৫ রান।