হোম > খেলা > ক্রিকেট

ফাইনাল খেলবে ভারত-পাকিস্তান, বলছেন ওয়াটসন

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা থাকে সবসময়ই। আর যদি কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান তাহলে তো কথাই নেই। এবারের বিশ্বকাপের ফাইনালে যেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখতে চাইছেন শেন ওয়াটসন।

এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান এরই মধ্যে মুখোমুখি হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ২৩ অক্টোবর শেষ বলের উত্তেজনায় ৪ উইকেটে জয় পায় ভারত। এই ম্যাচে ৯০ হাজারেরও বেশি দর্শক এমসিজিতে খেলা উপভোগ করেছেন।  ফাইনালেও এই দুই দলের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, তাও এই মেলবোর্নে। কেননা আগামী ৯ নভেম্বর সিডনিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। আর ১০ নভেম্বর অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত-ইংল্যান্ড। এই দুই সেমিফাইনালের জয়ী দল আগামী ১৩ নভেম্বর মেলবোর্নের ফাইনালে মুখোমুখি হবে।

ওয়াটসন যেন এই ‘হাউসফুল’ এমসিজিতেই ভারত-পাকিস্তান ফাইনাল চাইছেন। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার বলেন, ‘সবাই চায় ভারত-পাকিস্তান ফাইনাল হোক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয় এবং সবাই এই দুই দলকে আবারও এই দুই দলকে ফাইনালে দেখতে চাইবে।’ 

আইসিসি ইভেন্টের ফাইনালে এখন পর্যন্ত ভারত-পাকিস্তান  মুখোমুখি হয়েছে দুইবার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছিল  ভারত। আর ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিকে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক