হোম > খেলা > ক্রিকেট

সামিউনের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের যুবাদের নাটকীয় জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উইকেট শিকারের পর বাংলাদেশের যুবাদের উচ্ছ্বাস

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।

১২৯ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১০৯ রানে ৯ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।ঠিক সেই মুহূর্তে একা হাতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন সামিউন। তাঁর ৩৯ বলে ৪৫ রানের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা।

প্রোটিয়ারা টস জিতে ব্যাটিংয়ে গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। সর্বোচ্চ ২৮ রান করেন আরমান মানাক। পল জেমস (২৬) ও ড্যানিয়েল বোসম্যান (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও, বাংলাদেশের পেসার আল ফাহাদের আগুনঝরা বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার। পাঁচ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। ১০ ওভারে ৩২ রানে ৪ উইকেট শিকার করেন ফাহাদ। সামিউন ১০ রানে ও স্বাধীন ইসলাম ৫ রানে নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে বাংলাদেশকেও ধুকতে হয়েছে। জাওয়াদ আবরার ও রিফাত বেগ বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ফেরেন মাত্র ৫ রানে। তাসের ঘরের মতো ভেঙে পড়ায় জয় তখন প্রায় অসম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু সামিউন হারার আগে হার মানেননি! ভয়ডরহীন ব্যাটিংয়ে ১২৮ বল হাতে রেখে জয়ের আনন্দে ভাসালেন বাংলাদেশকে।

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল