হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের দেওয়া লক্ষ্য কঠিন মনে করছেন শার্দুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিডল অর্ডার এবং টেলএন্ডারের দৃঢ়তায় ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই এশিয়া কাপে সব ম্যাচের শুরুতে বাংলাদেশের নিয়মিত দৃশ্য ছিল ব্যাটিং বিপর্যয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি। ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। 

সেখান থেকে পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের ১১৫ বলে ১০১ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠে বাংলাদেশ। শেষ দিকে টেলএন্ডার ব্যাটাররাও দারুণ অবদান রাখেন। আট নম্বরে নেমে ৪৫ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন নাসুম আহমেদ। যাঁর মূল কাজ হচ্ছে বোলিং। 

শেখ মেহেদী হাসান অপরাজিত ২৩ বলে করেন ২৯ রান। অভিষেক ওয়ানডেতে ৮ বলে ১৪ রানে অপরাজিত থাকে তানজিম হাসান সাকিব। যার সৌজন্যে বাংলাদেশ সংগ্রহ পায় ২৬৫ রান। ১০ ওভারে ৬৫ রান দিয়ে ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। 

ইনিংস বিরতিতে শার্দুল জানিয়েছেন, বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যটা বেশ কঠিনই। ফিল্ডিংয়ে নিজেদের দুর্বলতা ছিলও এমনটাও স্বীকার করেছেন তিনি। শার্দুল বলেছেন, ‘১০ ওভারে ৩ উইকেট পেয়ে আমি বেশ খুশি। আজ উইকেট ধীর গতির ছিল। ২৬৫ রানের ভালো সংগ্রহ পেয়েছে তারা (বাংলাদেশ)। আমাদের ফিল্ডিং আরও ভালো করা যেত, তবে তাদের ২২০ বা ২৩০ রানের মধ্যে আটকানো যেত। লক্ষ্যটা বেশ কঠিন।’

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও