হোম > খেলা > ক্রিকেট

টেস্ট ক্রিকেট কঠিন সংকটে, বলছেন ডি ভিলিয়ার্স

টি-টোয়েন্টির যুগে টেস্ট ক্রিকেটের ঐতিহ্য ধরে রাখতে আইসিসির নতুন টুর্নামেন্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এসেছে বেশ ক’ বছর হয়। তারপরও ক্রিকেটের আদি সংস্করণ নিয়ে উদ্বিগ্নতা কাটেনি। সম্প্রতি নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকার একেবারে আনকোরা টেস্ট দল দেখে সেই শঙ্কা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। 

 ১০ জানুয়ারি থেকে শুরু ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি এসএ ২০ লিগ খেলতে প্রোটিয়াদের বেশির ভাগ তারকা কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজে নেই। বাধ্য হয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে ঘোষণা করতে হয়েছে দ্বিতীয় সারির দল। নেতৃত্ব দেওয়া হয়েছে এমন একজনকে, এখনো যাঁর আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়নি। টেস্টের প্রতি প্রোটিয়াদের অনীহা দেখে সমালোচনা করেছিলেন স্টিভ ওয়াহ। এবার আকার-ইঙ্গিতে এবি ডি ভিলিয়ার্সও বুঝিয়ে দিলেন, টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি লিগের ‘দ্বন্দ্বে’ তিনি বিরক্ত। 

টি-টোয়েন্টি লিগের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে আর একই কারণে দক্ষিণ আফ্রিকা-ভারতের টেস্ট সিরিজটি হয়েছে দুই ম্যাচের—এমনটাই মনে করেন সাবেক প্রোটিয়া অধিনায়ক। এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘তৃতীয় টেস্ট না হওয়ায় আমি খুশি নই। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের উত্থানকে এর জন্য দোষারোপ করতে হবে আপনার। জানি না, কাকে দোষ দেব। তবে বুঝতে পারি, ভুল কিছু হচ্ছে। আপনি যদি সব দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং বিশ্বের সেরা দলকে দেখতে চান তবে কিছু একটা পাল্টাতে হবে।’ 

এবারও দুটি টেস্ট খেলতে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে প্রোটিয়ারা। এ সময় চলবে টানা এক মাসের এসএ ২০ লিগের দ্বিতীয় সংস্করণ। অর্থনৈতিক কারণে এই লিগে খেলাকে প্রাধান্য দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞরা। আর সেটিই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন করে তুলেছে ডি ভিলিয়ার্সকে। 

সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্স বলেছেন, ‘এটি (নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট দল) ক্রিকেট বিশ্বকে খুবই নাড়া দিয়েছে এবং এটিই পরিষ্কার করে দিয়েছে, টেস্ট ক্রিকেট কঠিন সংকটে। এমনকি ওয়ানডে ক্রিকেটও। পুরো সিস্টেম টি-টোয়েন্টির দিকে ঘুরে যাচ্ছে। খেলোয়াড়, বোর্ড এবং কোচেরা আরও অধিক টাকা আয়ের দিকে ঝুঁকছে। তাদের পরিবারের কথা চিন্তা করে তাদের চিন্তাকে দোষারোপও করতে পারবেন না।’

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা