হোম > খেলা > ক্রিকেট

এবার আসছে ৯০ বলের ক্রিকেট

ঢাকা: টি-টোয়েন্টি, টি-টেন, দ্য হান্ড্রেডের পর এবার আসছে ৯০ বলের ক্রিকেট ‘নাইন্টি-ব্যাশ’। আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ফ্রাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী বছর আরব আমিরাতে হতে পারে এই টুর্নামেন্ট ।

৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্যোক্তা হিসেবে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির, তাঁর ছেলে খালাফ বুখাতির ও করাচি কিংসের মালিক সালমান ইকবাল। শুক্রবার আবুধাবিতে আমিরাত সংস্কৃতি ও যুব মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, ইসিবি চেয়ারম্যান তায়েব কামালি, ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির উপস্থিতিতে নাইনটি ব্যাশের উদ্বোধন করা হয়। আব্দুল রেহমান বুখাতির বলেছেন, ‘আমিরাতে যেদিন থেকে ক্রিকেট শুরু হয়েছে, আমি সেদিন থেকেই আছি। নতুন এই সংস্করণ আমিরাতে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে। নাইনটি ব্যাশের এই টুর্নামেন্টটি আমিরাতের পাশাপাশি পুরো বিশ্বে অনেক বড় ফ্যানবেজ তৈরি করবে বলে আশা করছি।’

এরই মধ্যে বড় বড় পৃষ্ঠপোষকরা আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টটির ব্যাপারে। অন্যতম পৃষ্ঠপোষক এ আর ওয়াই ডিজিটাল নেটওয়ার্কের প্রধান ইকবাল ক্রিকবাজকে বলেছেন, ‘৯০ বলের এই টুর্নামেন্টটি আধুনিক ঘরানার ক্রিকেটে অনেক আকর্ষণীয় হবে। বিশেষ করে টি-টেন টুর্নামেন্ট যেহেতু অনেক কম সময়ে হয়ে যায়, নাইনটি ব্যাশের এই টুর্নামেটটি তাই অনেক জনপ্রিয় হবে। এই টুর্নামেন্ট থেকে অনেক তরুণ খেলোয়াড় পাওয়া সম্ভব বলে আশা করছি। টুর্নামেন্টটি গোটা বিশ্বে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে।’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা

চাপ সামলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ক্রিকেটারের সেঞ্চুরি

পয়েন্ট কাটা নয়, বাংলাদেশের চাওয়া গুরুত্বের সঙ্গেই দেখছে আইসিসি: বিসিবি

পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জেনেও তাঁদের নিয়ে বিশ্বকাপের দল দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপে কেমন দল দিল বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী নেপাল