হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে জ্যোতিরা করতে পারল ১১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ ভারতের মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা দারুণ হলেও শেষ পর্যন্ত ধারাটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। স্বাগতিকদের ইনিংস থেমেছে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে। 

অভিষিক্ত সাথী রানির সঙ্গে শামীমা সুলতানার ওপেনিং জুটি থেকে বাংলাদেশ পায় ২৭ রান। ১৩ বলে ১৭ রান করে আউট হন শামীমা। তাঁর ইনিংসে ২ চার ও ১ ছক্কা। দলীয় ৫২ রানে পূজা ভাসতেকারের বলে বোল্ড হন আরেক ওপেনার সাথী। ২৬ বলে ৪ চারে ২২ রান করেন সাথী। 

দুই ওপেনারের আউটের পর বাংলাদেশের রানের গতি ধীর হয়ে আসে। এর মধ্যে রান আউট হয়ে ফেরেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারির সঙ্গে ভুল বোঝাবুঝিতে ২ রানে রান আউট হন জ্যোতি। সোবহানার ইনিংসটাও ছিল ধীর গতির। ৩৩ বলে ২৩ রান করেছেন তিনি। 

বাংলাদেশের রানটা ভদ্রস্থ চেহারা পেয়েছে স্বর্না আক্তারের ২৮ রানের ইনিংসের সুবাদে। শেষদিকে ২৮ বলে ২ ছক্কায় এই রান করেন স্বর্না। তাঁকে সঙ্গ দেন রিতু মনি। ১৩ বলে ১১ রান করে রান আউট হয়েছেন তিনি।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ