হোম > খেলা > ক্রিকেট

‘লজ্জাজনক’ ক্রিকেট খেলেছে পাকিস্তান, ক্ষোভ পাকিস্তানি ক্রিকেটারের

অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় গতকাল সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য সিরিজে টিকে থাকার ম্যাচ। কিন্তু অস্ট্রেলিয়া ১৪৭ রান করার পরও পাকিস্তান ম্যাচটা হেরে গেছে ১৩ রানে। এক ম্যাচ আগেই যে সিরিজ খুইয়েছে, তাতে দায়টা পাকিস্তানের ব্যাটারদের। প্রথম ১০ ওভারে ৪ উইকেটে করেছে ৪৪ রান। মেরেছে কেবল ১ বাউন্ডারি। সিরিজ হেরে যাওয়া পাকিস্তানকে নিয়ে শ্রেষাত্মক মন্তব্য করতে বিন্দুমাত্র দেরি করেননি শেহজাদ। ৩২ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল লিখেছেন, ‘প্রথম ১০ ওভারে কোনো বাউন্ডারি নেই। এভাবে ম্যাচ জয়ের চিন্তা করছেন? আমরা অতীতেই আটকে আছি। বর্তমান অস্ট্রেলিয়া দলের সঙ্গে লজ্জাজনক পারফর্ম করল পাকিস্তান।’

No boundaries in the first 10 overs and you think about winning a game? We are still stuck in the past. Embarrassing performance by Pakistan against the current Australian side. Some fight by youngsters, Irfan & Usman. In the bowling department by Sufiyan and Haris. 16 on 26,…

— Ahmad Shahzad 🇵🇰 (@iamAhmadshahzad) November 16, 2024
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

১৪৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে নেমেও আশানুরূপ খেলতে পারেননি। ২৬ বলে ১ চারে ১৬ রানের ইনিংসকে চাইলে ওয়ানডে, এমনকি টেস্টও বলা যেতে পারে। আরেক ওপেনার বাবর আজম করেছেন ৩ রান। তিনে নেমে সাহিবজাদা ফারহান করেছেন ৫ রান। চারে নেমে উসমান খান ৩৮ বলে ৫২ রান করলেও সেটা পাকিস্তানের জয়ের জন্য যে যথেষ্ট ছিল না, ম্যাচ শেষেই বোঝা গেছে।

রিজওয়ানের সমালোচনার পাশাপাশি পাকিস্তানের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন চান শেহজাদ। এক্সে তিনি লিখেছেন, ‘২৬ বলে ১৬ রান। অধিনায়ক হিসেবে রিজওয়ান তুমি এটা করতে পারো না। আমাদের টপ অর্ডারে পরিবর্তন দরকার। এই পাকিস্তান দলে বোলারদের জন্য কাজটা কঠিন। আরও একটা ম্যাচ হারল পাকিস্তান।’ হোবার্টে আগামীকাল বেলা ২টায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছে এবার। সেটাও এসেছে রিজওয়ানের নেতৃত্বে। তাও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারের পর ২-১ ব্যবধানে জিতল পাকিস্তানিরা।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড