হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহকে ওপরে খেলানোর অনুরোধ আকরামের

বিশ্বকাপ শুরুর আগেে থেকেই ব্যাটিং অর্ডার পরিবর্তন করে খেলছিল বাংলাদেশ। বিশ্বকাপেও এর ব্যতিক্রম কিছু ঘটেনি। একের পর এক ম্যাচে ব্যাটারদের অর্ডার পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। এ নিয়ে অনেক সমালোচনা হলেও পরিবর্তন বন্ধ হয়নি। 

এবারের বিশ্বকাপে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানও তাঁর। ৫ ম্যাচে ২১৮ রান করেছেন তিনি। দলের হয়ে আর কোনো ব্যাটার ২০০ করতে পারেননি। অথচ অভিজ্ঞ এই ব্যাটার টুর্নামেন্টে খেলছেন লোয়ার অর্ডারে।

ধারাবাহিক ছন্দে থাকার কারণে যখন মাহমুদউল্লাহর ওপরে খেলা উচিত, তখন টিম ম্যানেজমেন্ট তাঁকে আরও নিচে নামিয়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ নম্বরে নেমে সেঞ্চুরি করার পরও যেমন তাঁকে গতকালের ম্যাচে ৭ নম্বরে নামানো হয়েছে। এমন ঘটনায় অবাক হয়েছেন ওয়াসিম আকরাম। তাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহকে ওপরে নামাতে। 

গতকাল নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে বাংলাদেশ ম্যাচ হারার পর পাকিস্তানের ক্রীড়া চ্যানেল এ স্পোর্টসের প্যাভিলিয়ন অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন আকরাম। পাকিস্তানের সাবেক পেসার বলেছেন, ‘মাহমুদউল্লাহকে দয়া করে ওপর নিয়ে আসো। যখন আপনার মিডল অর্ডার ব্যর্থ, তখন প্রধান ব্যাটারকে চারে অথবা পাঁচে খেলান। জানি না এর পেছনে কারণ কী। আশা করি কেউ আমাকে ব্যাখ্যা করবেন কেন মাহমুদউল্লাহ ৭ নম্বরে। বিশেষ করে যদি শুরুতে ৩ উইকেট চলে যায়, তাহলে মাহমুদউল্লাহকে পাঠাও, সে এক প্রান্ত ধরে রাখবে। কিন্তু এসবের কিছুই ঘটেনি।’

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ