হোম > খেলা > ক্রিকেট

মেয়েদের উন্নতি না দেখা আমাদের ব্যর্থতা, পাপনের স্বীকারোক্তি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ধারাবাহিকতা এবার এশিয়া কাপেও ধরে রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ড নারীদের উড়িয়ে দিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ধারাবাহিক ভালো করতে দেখে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেমন খুশি, তেমনি আক্ষেপও ঝরেছে তাঁর কণ্ঠে। 

আজ সিলেটে বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচ শেষে পাপন বলেন, ‘মেয়েরা অনেক দিন ধরেই ভালো খেলছে। আমরা দেখছি না, এটা আমাদের ব্যর্থতা। বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এর আগেও হয়েছে। বাছাই উতরে বিশ্বকাপ খেলেছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সাফ গেমসে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে।’ 

থাইল্যান্ডের বিপক্ষে নারী এশিয়া কাপে বাংলাদেশের শুরুটা হয়েছে চ্যাম্পিয়নের মতোই। নিগার সুলতানা জ্যোতিদের দারুণ পারফরম্যান্সের প্রশংসা ঝরেছে পাপনের কণ্ঠে। বিসিবি সভাপতি মনে করেন, স্বাগতিকদের ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে, ‘সবচেয়ে ভালো কথা হলো, আমাদের দলটা গত ৪ বছর ধরে প্রায় একই দল। ৮-৯ জন খেলোয়াড় একেবারে প্রস্তুত। প্রথম তো সেমি-ফাইনাল, এরপর ফাইনাল। ফাইনাল ওঠার সম্ভাবনা অবশ্যই আছে।’ 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ