হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষেও সুযোগ কম স্টোকসের 

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বেন স্টোকসকে পায়নি ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নরা সেই ম্যাচে হেরেছে ৯ উইকেটে বড় ব্যবধানে। এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও স্টোকসকে না পাওয়ার শঙ্কা ইংলিশদের। 

নিতম্বের চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি স্টোকসের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে গত ১০ দিনের মধ্যে আজ প্রথমবারের মতো ধর্মশালার নেটে হালকা বোলিং করেছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। করেছেন হালকা অনুশীলন। 

তবে অনুশীলনে ফিরলেও স্বাচ্ছন্দ্য মনে হয়নি স্টোকসকে। আবার ধর্মশালার বাজে আউটফিল্ড নিয়ে প্রশ্ন থাকায় বাংলাদেশ ম্যাচেও স্টোকসকে বিশ্রাম রেখে ঝুঁকিমুক্ত থাকতে চাইবে ইংল্যান্ড। 

হিমালয়ের কোল ঘেঁষে ধর্মশালা স্টেডিয়াম বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম হলেও এই স্টেডিয়ামের আউটফিল্ড বেশ রকম প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সময় হাঁটুতে চোট পান আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। অল্পের জন্য বড় চোট থেকে রক্ষা পাওয়ায় মাঠকেই দোষ দিয়েছিলেন আফগান কোচ জোনাথন ট্রট। গত ফেব্রুয়ারিতে বাজে আউটফিল্ডের কারণে সরিয়ে নেওয়া হয় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। আজ আইসিসির ইভেন্ট প্রধান ক্রিস টেটলি ও পিচ বিষয়ক উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসন মাঠকর্মীদের সঙ্গে মিলে পরিদর্শন করেছেন ধর্মশালার মাঠ। 

ঝুঁকি থাকায় ইংল্যান্ড দল অনুশীলনের সময় এড়িয়ে গেছে মাঠ। অধিকাংশ অনুশীলন করেছে নেটে। চোটের মধ্যে থাকা স্টোকসকে নিয়ে তাই ঝুঁকি না নেওয়ার সম্ভাবনাই বেশি ইংল্যান্ডের। ২০১৯ বিশ্বকাপের ফাইনালের নায়ককে ছাড়াই একাদশ হতে পারে বাংলাদেশের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’