হোম > খেলা > ক্রিকেট

৭৬ রানে অলআউট হয়ে লঙ্কানদের যে লজ্জার রেকর্ড

অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার ব্যাটারদের যেন ছিল বড্ড তাড়া। কেউই পারছিলেন না উইকেটে থিতু হতে। কিউই বোলারদের তোপে ১৯৮ রানের বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। ব্যাটিং বিপর্যয়ে ১০ বছর আগে কেনিয়ার করা লজ্জার রেকর্ডে ভাগ বসাল তারা।

২৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই হাঁসফাঁস করতে থাকে শ্রীলঙ্কা। ৯.৪ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩১ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দাসুন শানাকার দল খেলতে পারেনি ২০ ওভারও। ১৯.৫ ওভারে ৭৬ রানে অলআউট হয়ে যায়। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৮ রান করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। কিউই বোলারদের সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন হেনরি শিপলি।

৭৬ রানে অলআউট হয়ে ওয়ানডেতে টানা দুই ম্যাচে ১০০-এর নিচে অলআউট হওয়ার লজ্জার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। এ বছরের জানুয়ারিতে তিরুবনন্তপুরমে ভারতের বিপক্ষে ৭৩ রানে অলআউট হয়েছিল তারা। লঙ্কানদের আগে এমন রেকর্ড ছিল কেনিয়ার। ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে ৮৯ ও ৯৩ রানে অলআউট হয়েছিল কেনিয়া।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ-সেরা হয়েছেন হেনরি শিপলি। ৭ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারেই এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন কিউই এই পেসার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক শানাকা। প্রথমে ব্যাটিং করে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছেন ফিন অ্যালেন। লঙ্কান বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন চামিকা করুণারত্নে।

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের