হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে টপকে বিশ্ব রেকর্ড গড়ল ভারত

ওয়েস্ট ইন্ডিজ-ভারতের দ্বিতীয় ওয়ানডের ভাগ্যও নির্ধারণ হয়েছে ম্যাচের শেষ ওভারে। যেখানে উইন্ডিজের দেওয়া ৩১২ রানের লক্ষ্য ভারত টপকে গেছে ২ বল বাকি থাকতে। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল শিখর ধাওয়ানের দল। এই সিরিজে জেতায় একটি বিশ্ব রেকর্ডও গড়েছে ভারত। 

ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজ জয়ে টানা সবচেয়ে বেশি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড এখন ভারতের। তারা টপকে গেছে পাকিস্তানকে। ওয়ানডেতে ভারত ২০০৭ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজও হারেনি। এই সময়ে ভারত টানা ১২টি ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। এর আগে কোনো দলই নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে টানা এতগুলো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। ভারতের আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের। জিম্বাবুয়ের বিপক্ষে তারা জিতেছিল টানা ১১ টি ওয়ানডে সিরিজ।

পাকিস্তান ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে  টানা  ১১টি ওডিআই সিরিজ জিতেছে। টানা সিরিজ জয়ের এই তালিকায় তিন নম্বরেও আছে  পাকিস্তান।  ১৯৯৯ থেকে ২০২২ পর্যন্ত টানা ১০টি ওয়ানডে সিরিজে পাকিস্তান হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে । চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৯টি সিরিজ জিতেছে। পাঁচ নম্বরে আছে ভারত, যারা শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৯টি সিরিজ জিতেছে।

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া