হোম > খেলা > ক্রিকেট

আইসিসি কেন উগান্ডার জার্সিতে পরিবর্তন আনতে বলল

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। সব দল এখন বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। এমন সময় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) উগান্ডার জার্সিতে পরিবর্তন আনতে বলেছে। 

প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের জার্সি প্রকাশ করে উগান্ডা। এলিজাহ মানগেনি মার্চ মাসে জার্সির যে নকশা করেন, সেখানে ছিল সারস পাখির ছাপ। উগান্ডার জাতীয় পাখি ধূসর রঙের সারস পাখি দেখেই মানগেনি বিশ্বকাপের জার্সি নকশা করার অনুপ্রেরণা পেয়েছেন। তবে ক্রিকেট ডট কম এইউ’র এক প্রতিবেদনে জানা গেছে, সারস পাখি থাকায় জার্সিতে পৃষ্ঠপোষকের লোগো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সেকারণে তাই আইসিসি তাদের জার্সিতে পরিবর্তন আনতে বলে। বিশ্বকাপের আগমুহূর্তে জার্সিতে সবশেষ যে পরিবর্তন উগান্ডা এনেছে, সেখানে পাখির ডানাগুলো হালকা করে ছেটে দেওয়া হয়েছে। একই রকম পরিবর্তন বিশ্বকাপকে সামনে রেখে দলটির ট্রাউজারে দেখা গেছে। 

উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি ডেনিস পরিবর্তন আনার ব্যাপারে কথা বলেছেন। ক্রিকেট ডটকম এইউ ডটকমের এক প্রতিবেদনে ডেনিসকে বলতে শোনা গেছে, ‘আইসিসি নকশায় পরিবর্তন আনতে বলেছিল। তবে আমাদের কাছে যথেষ্ট সময় ছিল না প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য। যেমন নকশা করতে বলা হয়েছিল, সেটা আমাদের মেনে চলতে হতো। আসল নকশা থেকে ২০ শতাংশ হারিয়ে গেছে। বাকিগুলো ঠিকই রয়েছে।’ 

এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে উগান্ডা। বিশ্বকাপকে সামনে রেখে ভিন্নরকম ভাবে দল ঘোষণা কদিন আগে করেছিল তারা। দলটি এবার পড়েছে ‘সি’ গ্রুপে। ৪ জুন গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে উগান্ডা শুরু করবে বিশ্বকাপ অভিযান। একই মাঠে উগান্ডা ৬ ও ৯ জুন খেলবে পাপুয়া নিউগিনি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৫ জুন ত্রিনিদাদে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে উগান্ডা।

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল

বাজে রেকর্ডে নাম লেখানোর পর নিজেকেই ‘লাথি মারছেন’ ভারতীয় ক্রিকেটার