হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের টেস্ট দলে ইংল্যান্ডের ব্যালান্স

ইংল্যান্ড পর্ব শেষে এ বছর জিম্বাবুয়ের হয়ে নতুন শুরু করেছেন গ্যারি ব্যালান্স। জিম্বাবুয়ের জার্সিতে সাদা বলের ক্রিকেটের ম্যাচ খেলেছেন ব্যালান্স। এবার এই বাঁহাতি ব্যাটার ডাক পেয়েছেন জিম্বাবুয়ের টেস্ট দলে। ব্যালান্সকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। 

ব্যালান্স সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালে। ট্রেন্ট ব্রিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংস মিলে ৩১ রান করেছিলেন ব্যালান্স। ইংল্যান্ডের জার্সিতে ২৩ টেস্টে ৩৭.৪৫ গড়ে করেছেন ১৪৯৮ রান।  ৪ সেঞ্চুরির সঙ্গে ৭ ফিফটি করেছিলেন এই বাঁহাতি ব্যাটার। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সিকান্দার রাজা, রায়ান বার্লের মতো অলরাউন্ডারদের জায়গা হয়নি। এই দুই জিম্বাবুইয়ান অলরাউন্ডার ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। শন উইলিয়ামস চোটে পড়ায় এই সিরিজে অধিনায়কত্ব করবেন ক্রেইগ আরভিন। তাছাড়া টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানির মতো অভিজ্ঞ পেসাররা চোটে পড়ায় খেলতে পারছেন না এই সিরিজ। অভিষেকের অপেক্ষায় রয়েছেন তাফাদজোয়া সিগা, জয়লর্ড গাম্বি, তানুনুরওয়া মাকোনি ও কুদজাই মাউনজে। 

৪ ফেব্রুয়ারি বুলাওয়েতে শুরু হবে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ। একই মাঠে ১২ ফেব্রুয়ারি হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জিম্বাবুয়ের টেস্ট দল: গ্যারি ব্যালান্স, চামু চিভাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রাডলি ইভানস, জয়লর্ড গাম্বি, ইনোসেন্ট কাইয়া, তানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, কুদজাই মাউনজে, ব্রান্ডন মাভুটা, রিচার্ড এনগ্রাভা, ভিক্টর নুয়াচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো, তাফাদজোয়া সিগা

 

 

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি