হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক কার্যক্রমে বাংলাদেশের বুলবুল 

ক্রিকেটের সঙ্গে বিভিন্ন পেশার মানুষকে যুক্ত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম চালু করেছে। সিএর এমন কার্যক্রমের অংশ হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল।

খেলাধুলা, ব্যবসা, গণমাধ্যম, রাষ্ট্রীয় কার্যক্রমসহ বিভিন্ন পেশার অভিজ্ঞ ৫৪ জনকে বহু সাংস্কৃতিক দূত কার্যক্রমের প্রতিনিধি হিসেবে বাছাই করেছে সিএ। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ তাদের ওয়েবসাইটে প্রতিনিধিদের নাম প্রকাশ করেছে। বুলবুলসহ বাংলাদেশি বংশোদ্ভূত আছেন চারজন। তাঁরা হলেন অস্ট্রেলিয়ায় জনপ্রিয় মাস্টারশেফ কিশোয়ার চৌধুরী, কিশোয়ারের বাবা কামরুল হোসেন চৌধুরী ও স্বরূপ আফসার। ক্রিকেটের আরও আছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম, ভারতের রবি শাস্ত্রী, শ্রীলঙ্কার রাসেল আরনল্ড, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন গঙ্গা।

বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম সামনে অনেক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করেন সিএর প্রধান নির্বাহী নিক হকলি। হকলি বলেন, ‘বহু সাংস্কৃতিক দূতদের এমন বিচিত্র গ্রুপকে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত। তাঁদের সম্মিলিত নেতৃত্ব, অভিজ্ঞতা, আত্মনিবেদন ক্রিকেট কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনবে। সমাজে বিভিন্ন পেশার মানুষকে একত্রিত করতে ক্রিকেট অস্ট্রেলিয়া যে প্রতিশ্রুতিবদ্ধ, বহু সাংস্কৃতিক দূত কার্যক্রম সেটাই বোঝায়। সবার সহযোগিতা, কার্যক্রমের মাধ্যমে প্রোগ্রামটি নিশ্চিত করতে যায় যে ক্রিকেট খেলা সবার জন্যই আনন্দদায়ক। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার যে বিভিন্ন সংস্কৃতির মানুষকে ক্রিকেটের সঙ্গে সংযুক্ত করা। সব ধরনের বাধা–বিপত্তি দূর করে ঐক্য স্থাপন করা।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে আছেন উসমান খাজা, অ্যাশটন অ্যাগার ও স্কট বোল্যান্ডের মতো তারকারা। খাজা বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বহু সাংস্কৃতিক দূত কার্যক্রমের অংশ হতে পেরে গর্বিত। আমি মনে করি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে খেলাধুলা একধরনের সেতু হিসেবে কাজ করে। খেলাকে আমাদের পরবর্তী পর্যায়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আরও বেশি সুযোগ তৈরি করতে হবে, যাতে খেলার প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়ে। বিভিন্ন পেশার মানুষকে উৎসাহিত করতে হবে।’

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি