হোম > খেলা > ক্রিকেট

কঠিন পথ, তবু স্বপ্ন দেখছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডারবান টেস্টে ইতিহাস গড়তে বাংলাদেশের প্রয়োজন ২৬৩ রান। হাতে আছে ৭ উইকেট। বাংলাদেশ কখনোই এত রান তাড়া করে জেতেনি। সর্বোচ্চ ২১৫ রান তাড়ার রেকর্ড আছে বাংলাদেশের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০০৯ সালের জুলাইয়ে। এই  তথ্যই বলে দিচ্ছে কাজটা কতটা কঠিন।

দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মানছেন কাজটা সহজ নয়।  তবু কাল  দিন শেষে সুজন জানিয়েছেন এখনো আশা ছাড়েনি বাংলাদেশ, ‘জানি কঠিন। কাল জিততে হলে ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে।  সারা দিন যদি আমরা ব্যাট করলে অবশ্যই ম্যাচ জেতার চান্স থাকবে।  প্রথম কথা হচ্ছে কাল(আজ) সকালে কেমনভাবে শুরু করি। এখনো বেঞ্চে ভালো দুজন খেলোয়াড় আছে। মুশফিক-শান্ত উইকেটে। এরপরে লিটন ও ইয়াসির আছে।’ 

উইকেটে স্পিন ধরেছে দ্বিতীয় দিন থেকেই। আজ পঞ্চম দিনেও উইকেট স্পিনারদের বাড়তি সহায়তা দেবে। এই উইকেটে তাই ব্যাটারদের বড় পরীক্ষা দিতে হবে। আর ইতিহাস গড়তে চাইলে এই পরীক্ষায় সফলভাবে উতরে যেতে হবে। সুজন অবশ্য মনে করেন এখনো সুযোগ আছে, ‘এখনো আমাদের সুযোগ  আছে।  জানি কন্ডিশন কঠিন, বল টার্ন করছে, নিচু হচ্ছে। আমরা চেষ্টা করব। এখনো আমরা জেতার আশা ছাড়ছি না।’

দীর্ঘদিন ধরে রান খরায় ভুগছেন মুশফিকুর রহিম। আজ মঞ্চ প্রস্তুত বাকিটা মুশফিকের ওপর। ছন্দে না থাকলেও দেশের অন্যতম সেরা এই ব্যাটারকে নিয়ে ভালো কিছুর প্র‍্যতাশা সুজনের,‘মুশিতো আমাদের দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। ওর থেকে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকে। ও সেটা জানে। শান্ত আছে, লিটন আছে, রাব্বি আছে, মিরাজ আছে। সবার সক্ষমতা আছে । আমি এখনো আশাবাদী। আমরা যদি পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারি তাহলে সম্ভব। এই ম্যাচে ড্র হওয়ার সম্ভাবনা কম,জিতব , নয়তো হারব।’

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা