হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে মারুফার বোলিংই ক্রিকইনফোর বর্ষসেরা

বাংলাদেশের জার্সিতে মারুফা আক্তারের অভিষেক ২০২২ এর ৪ ডিসেম্বর। ১৪ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন। যার মধ্যে নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে গত বছর ঐতিহাসিক জয়ে দারুণ অবদান রেখেছেন মারুফা। বাংলাদেশের এই নারী পেসার তাঁর পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন।

ভারতের বিপক্ষে গত বছরের ১৬ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে (ডিএলএস) ভারতকে ৪০ রানে হারায় বাংলাদেশ। এটাই নারীদের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। স্মৃতি মান্ধানা, প্রিয়া পুনিয়া, আমানজত কৌর, স্নেহ রানা—এই চার ভারতীয় ব্যাটারের উইকেট নিয়েছেন। মারুফার এই বোলিং ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর ২০২৩ সালের মেয়েদের ওয়ানডের বর্ষসেরা বোলিং নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এই পেসারের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংও এটা। 

মারুফা ২০২৩ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে ৪.৫২ ইকোনমিতে নেন ১০ উইকেট। ১৪ টি-টোয়েন্টি খেলে নেন ১০ উইকেট। ইকোনমি ৫.৭৭। গত বছরের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের মনোনয়নও তিনি পেয়েছেন। শেষ পর্যন্ত তাঁকে টপকে অস্ট্রেলিয়ার ফোব লিচফিল্ড জেতেন উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন। 

ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার: 
মেয়েদের ওয়ানডেতে সেরা বোলিং: মারুফা আক্তার (বাংলাদেশ); ২৯ রানে ৪ উইকেট; প্রতিপক্ষ: ভারত; 
মেয়েদের ওয়ানডেতে সেরা ব্যাটিং: চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা); ১৪০ *; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; 
ছেলেদের ওয়ানডেতে সেরা ব্যাটিং: গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া); ২০১ *; প্রতিপক্ষ: আফগানিস্তান; 
ছেলেদের ওয়ানডেতে সেরা বোলিং: মোহাম্মদ শামি (ভারত); ৫৭ রানে ৭ উইকেট; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড;

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন