হোম > খেলা > ক্রিকেট

তুরস্ক ও সিরিয়ায় হতাহতদের স্মরণে বিপিএলে এক মিনিট নীরবতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ধসে পড়া হাজারো ভবনের নিচে আটকা পড়াদের জীবিত উদ্ধারের জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। 
 
আজ দুপুর দেড়টায় শুরু হয় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার খেলা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল ও সমর্থকেরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ভূমিকম্পের সেসব হৃদয়স্পর্শী ছবি। সঙ্গে এই বার্তা ভেসে ওঠে, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’ 
 
গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। সোমবার ভোররাতের ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা এরই মধ্যে ৯ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি। ধ্বংসযজ্ঞের যে ধরন, তাতে এই সংখ্যা এখনকার কয়েকগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
 
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০টি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। ১৯৯৯ সালের পর দেশটির দেখা সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প এটি।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’