হোম > খেলা > ক্রিকেট

এগোলেন তামিম, পেছালেন সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর সিরিজ জয়ের পর র্যা র‍্যাঙ্কিংয়ে ‘অম্লমধুর’ অবস্থায় বাংলাদেশের ক্রিকেটাররা। আইসিসি প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তামিম ইকবাল। অন্যদিকে পিছিয়েছেন সাকিব আল হাসান।

রোববার চেমসফোর্ডে শেষ হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে ৩০ গড়ে ৯০ রান করেছেন তামিম। তৃতীয় ওয়ানডেতে ৮২ বলে ৬৯ রান করেন। যা ছিল তাঁর ৯ ইনিংস পর ফিফটি। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। অন্যদিকে ব্যাটিং-বোলিং দুই র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন সাকিব। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩২ নম্বরে আছেন তিনি। আর বোলিংয়ে দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে আছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। চোটে পড়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলতে পারেননি সাকিব। আর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে আছেন মুশফিকুর রহিম।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন হ্যারি টেক্টর। দুই ধাপ এগিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন তিনি। আয়ারল্যান্ডের ব্যাটারদের মধ্যে যা সেরা র‍্যাঙ্কিং। চেমসফোর্ডে বাংলাদেশের বিপক্ষে ১৪০ রানের ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন আইরিশ এই ব্যাটার। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে বাবর আজম। আর বোলারদের র‍র‍্যাঙ্কিংয়ে ৩০ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন মার্ক অ্যাডাইর।

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’