হোম > খেলা > ক্রিকেট

বদলে যাচ্ছে ক্রিকেটের পুরোনো নিয়ম

ক্রিকেটের প্রচলিত কিছু নিয়মে পরিবর্তন আসছে। এমসিসির বৈঠকে প্রাথমিকভাবে স্বীকৃতি পেয়েছে নিয়ম বদলের বিষয়গুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ১ অক্টোবর থেকে চালু হবে এসব নতুন নিয়ম। 

নতুন নিয়মগুলোর মধ্যে উললেখযোগ্য একটি হলো ক্যাচ-আউটের সময় দুই ব্যটারের প্রান্ত বদলের বিষয়টি। এত দিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার পরস্পরকে অতিক্রম করলে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্তে এসে দাঁড়াতেন। তবে সেই নিয়ম আর থাকছে না। নতুন নিয়মে কোনো ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। অতিক্রম করার বিষয়টি আর বিবেচনায় নেওয়া হবে না। একমাত্র ওভারের শেষ বলে ব্যাটসম্যান ক্যাচ-আউট হলে স্বাভাবিকভাবে যেমন বোলিং প্রান্ত বদল হয়, সে ক্ষেত্রে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্ত থেকে নিজের ইনিংস শুরু করবেন। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এরই মধ্যে তাদের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এই নিয়ম চালু করেছে। ঘরোয়া ক্রিকেটেও নতুন এই নিয়ম প্রয়োগ হয়েছে। দ্য হান্ড্রেডের এই নিয়ম আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও চালু হতে যাচ্ছে। বাকি দুটি নিয়মের একটি শুরু হয়েছে করোনা-পরবর্তী ক্রিকেটে। করোনার ঝুঁকি কমাতে অতিমারির পর ক্রিকেটে লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এমসিসি দেখেছে, এর পরেও বোলাররা সুইং পাচ্ছে, অর্থাৎ সুইংয়ে খুব একটা প্রভাব পড়েনি। ঘাম ব্যবহার করার পর বল সুইং হচ্ছিল। বলে লালা লাগানোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। 

সর্বশেষ নিয়মের সঙ্গেও মোটামুটি সবাই অভ্যস্ত। খেলা চলার সময় ওভারের মধ্যে মাঠে কোনো ব্যক্তি, প্রাণী বা অন্য কোনো কারণে খেলা বিঘ্ন হলে ডেড বল দেওয়া হবে। মাঝেমধ্যে দেখা যায় ম্যাচের মধ্যেই মাঠে দর্শক ঢুকে পড়ে, কখনো কোনো পশু-পাখি ম্যাচ প্রভাবিত করে। এতে কোনো পক্ষের কোনো ক্ষতি হলে আম্পায়ার সেটিকে ডেড বল দেবেন। 

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও