হোম > খেলা > ক্রিকেট

সাকিব-ওয়াকারের রেকর্ডে আছেন স্টোকসও 

কোচ ও অধিনায়ক পরিবর্তন হওয়ার পর থেকেই টেস্টে বদলে যাওয়া এক ইংল্যান্ডকে দেখা যাচ্ছে। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের মিশেলে গত এক বছর দেখা যাচ্ছে আক্রমণাত্মক বাজবল ক্রিকেট। সাকিব আল হাসান, ওয়াকার ইউনিসের এক রেকর্ডে ভাগও বসিয়েছেন বেন স্টোকস। 

হেডিংলিতে গতকাল অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ ছিল অধিনায়ক স্টোকসের ১৭ তম টেস্ট। ১৭ সংখ্যাতেই একবিন্দুতে মিলেছেন সাকিব, ওয়াকার ও স্টোকস। এই তিন ক্রিকেটারই অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্টের প্রতিটিতেই ফল দেখেছেন। কোনোটিই ড্র হয়নি। 

টেস্টে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের নেতৃত্বে এখন পর্যন্ত ১৯ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ ও হেরেছে ১৫ ম্যাচ। সর্বশেষ এ বছরের এপ্রিলে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন সাকিব। মিরপুরে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ১৯৯০ সালে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ওয়াকারের। করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল পাকিস্তান। 

সাকিব, ওয়াকার জয় দিয়ে টেস্টে নেতৃত্বের শুরু করলেও স্টোকস তা পারেননি। ২০২০ সালে সাউদাম্পটনে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। তবে প্রথম ১৭ টেস্টের হিসেবে সবচেয়ে সফল অধিনায়ক স্টোকস। ১৭ টেস্টের ১২ টিতেই জিতেছেন ইংলিশ অধিনায়ক। 

অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্ট: 
সাকিব আল হাসান: ৩ জয়, ১৪ পরাজয়
ওয়াকার ইউনিস: ১০ জয়, ৭ পরাজয়
বেন স্টোকস: ১২ জয়, ৫ পরাজয়

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা