হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানকে ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিল আফগানিস্তান

সুপার টুয়েলভে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছিল আফগানিস্তান। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষে উড়তে থাকা পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং করে জয়ের জন্য পাকিস্তানকে ১৪৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে মোহাম্মদ নবীর দল। 

আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই হজরতুল্লাহ জাজাইয়ের উইকেট হারায় আফগানিস্তান। ইমাদ ওয়াসিমের বলে শর্ট থার্ডম্যানে রানের খাতা খোলার আগেই হ্যারিস রউফের হাতে ক্যাচ দেন জাজাই। শাহিন আফ্রিদির পরের ওভারে ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ শেহজাদ। শুরুতে দুই উইকেট হারালেও পরের ওভারেই ইমাদ ওয়াসিমকে প্রতি আক্রমণ করে আফগানিস্তান। দুই ছয়, এক চারে ওই ওভারে ১৭ রান তোলেন আসগর আফগান ও রহমানুল্লাহ গুরবাজ। 

এদের দুজনের কেউই অবশ্য ইনিংস লম্বা করতে পারেননি। দুজনই ফিরেছেন পাওয়ার প্লের মধ্যেই। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারালেও ৪৯ রান তোলে আফগানিস্তান। উইকেটে থিতু হতে পারেননি নাজিবুল্লাহ জাদরান আর কারিম জানাতও। জানাত ১৫ আর জাদরান ফিরেছেন ২২ রানে। ৭৬ রানে ৬ উইকেট পড়লে আফগানরা যখন দ্রুত অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় তখনই উইকেটে দাঁড়িয়ে যান মোহাম্মদ নবী ও গুলবাদিন নাঈব। সপ্তম উইকেটে এই দুজনের ৪৫ বলে ৭১ রানের জুটিতে ১৪৭ রানের লড়াইয়ের পুঁজি পায় আফগানিস্তান। নবী ২০ বলে ৩০ আর নাঈব ২৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন।

রিশাদদের ম্যাচ শুরু হতে দেরি কেন

এক সপ্তাহের মধ্যে কোহলির সিংহাসন কেড়ে নিলেন ভারত-কাঁপানো নিউজিল্যান্ডের ক্রিকেটার

শেখ মেহেদী কি গরিবের সাকিব আল হাসান

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের