হোম > খেলা > ক্রিকেট

নেমেই উইকেট পেলেন তাসকিন

জিম আফ্রো টি-টেন লিগে আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তাসকিন আহমেদ। অভিষেক ম্যাচেই উইকেট পেয়েছেন তাসকিন।

হারারে হারিকেনস-বুলাওয়ে ব্রেভস ম্যাচ দিয়ে হারারে স্পোর্টস ক্লাবে আজ শুরু হয়েছে জিম আফ্রো টি-টেন। তাসকিন খেলছেন বুলাওয়ে ব্রেভসের হয়ে। বুলাওয়ের দেওয়া ১২৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছে হারারে। ইনিংসের প্রথম ওভারে বোলিংয়ে এসে উইকেট পেয়েছেন বাংলাদেশের এই পেসার। চতুর্থ বলে তাসকিনকে তুলে মারতে গিয়েছিলেন রবিন উথাপ্পা। মিড অনে টাইমাল মিলসের তালুবন্দী হয়েছেন উথাপ্পা। ২ ওভারে ৭ রানে ১ উইকেট পেয়েছেন তাসকিন। বাংলাদেশের এই পেসারের দুর্দান্ত বোলিংয়ের দিন বড় জয় পেয়েছে বুলাওয়ে। হারারেকে ৪৮ রানে হারিয়েছে বুলাওয়ে ব্রেভস। ম্যাজিক মোমেন্টের পুরস্কার পেয়েছেন তাসকিন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিং করে ১০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করে বুলাওয়ে। ৩০ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন বুলাওয়ে অধিনায়ক সিকান্দার রাজা। হারারে বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ব্র্যান্ডন মাভুতা।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ