হোম > খেলা > ক্রিকেট

আইসিসির জরিপে কোহলিদের ‘লজ্জার ৩৬’ ঘটে যাওয়া সিরিজটাই সেরা

ঢাকা : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দারুণ এক সংবাদ পেল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ বর্ডার-গাভাস্কার সিরিজকে সেরা টেস্ট সিরিজ হিসেবে ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে জেতা সিরিজে সর্বকালের অন্যতম সেরা ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল ভারত। অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের সেই কেলেঙ্কারির পর মেলবোর্নে পরের টেস্টেই ভারত সিরিজে সমতায় ফেরে ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে। সিডনিতে দুর্দান্ত এক ড্রয়ের পর সিরিজের শেষ টেস্টে ব্রিজবেনে ভারত যা করে দেখিয়েছে, সেটি সবশেষ দেখা গিয়েছিল ৩২ বছর আগে।

১৯৮৮ সালের পর থেকে যে গ্যাবায় অস্ট্রেলিয়াকে কেউ হারাতে পারেনি, সেখানেই তাদের হারের স্বাদ দিয়েছিল ভারত। ভাঙাচোরা এক দল নিয়ে চার ম্যাচের সেই টেস্ট সিরিজে ভারত যে পথটা পাড়ি দিয়েছিল, এবার তারই স্বীকৃতি দিল আইসিসি। তবে আইসিসিকে এমন সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন ক্রিকেটপ্রেমীরা।

ক্রিকেটপ্রেমীদের ভোটে সেরা টেস্ট সিরিজ নির্বাচিত হয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফি। পরে আইসিসি আনুষ্ঠানিকভাবে টুইটে এ ঘোষণা দিয়েছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আমরা নির্ধারণ করেছি সর্বকালের সেরা টেস্ট সিরিজ। ১৫ টেস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ৭ মিলিয়নেরও বেশি ভোটারের ভোটে আমরা বিজয়ী পেয়েছি। ২০২০-২১ বর্ডার-গাভাস্কার ট্রফির মাথায় উঠল সেরা টেস্ট সিরিজের মুকুট।’

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী