হোম > খেলা > ক্রিকেট

৭ ‘নতুন মুখ’ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

এইডেন মার্করামের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে প্রোটিয়ারা। ছবি: সংগৃহীত

২০২৪ সালের দুঃস্মৃতি এখনো দগদগে দক্ষিণ আফ্রিকার ভক্তদের মনে। সেবার যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল প্রোটিয়াদের। তাদের সে ক্ষত না শুকাতেই দরজায় কড়া নাড়ছে এই সংস্করণের আরও একটি বিশ্বকাপ। আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী পর্ব।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ ১৫ সদস্যের দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। এই দলে সাতজন ক্রিকেটার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছে। এরা হলেন কুয়েনা মাফাকা, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা ও ডনোভান ফেরেইরা।

যথারীতি মার্করামের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা। টানটান উত্তেজনার পর শেষ মুহূর্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে যায় তারা। সে ম্যাচের একাদশ থেকে পরবর্তী বিশ্বমঞ্চের দলে আছেন ডেভিড মিলার, কেশব মহারাজ, মার্কো ইয়াসনে ও অ্যানরিখ নরকিয়া। অবসর ভেঙে ফেরা কুইন্টন ডি কককেও রাখা হয়েছে দলে।

চোটের কারণে গত ২০ অক্টোবরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি কাগিসো রাবাদাকে। এই অভিজ্ঞ পেসারকেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রেখেছেন সিএসএর নির্বাচক প্যানেল। দক্ষিণ আফ্রিকার পেস বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। পেস বিভাগে আরও আছেন নরকিয়া, জানসেন, করবিন বশ, লুঙ্গি এনগিডি ও কুয়েনা মাফাকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা, করবিন বশ, অ্যানরিখ নরকিয়া।

কারা আছেন বাংলাদেশের যুব বিশ্বকাপ দলে

৪০০ উইকেটের ক্লাবে মোস্তাফিজ

ভক্তদের সঙ্গে যেটা হচ্ছে, সেটা সাকিবের খুব খারাপ লাগে

‘ক্রিকেট বোর্ড ভাঙতে পারে, আবার আইসিসিতেও যেতে পারে’

অ্যাশেজে অপেক্ষা ফুরাচ্ছে ম্যাথু পটসের

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরল চট্টগ্রাম

জুনে অস্ট্রেলিয়া, আগস্টে বাংলাদেশে আসছে ভারত

টি-টোয়েন্টি ইতিহাসে ইংল্যান্ডের ক্রিকেটারের বিরল রেকর্ড

‘বাংলাদেশ তো ভারতের শত্রুরাষ্ট্র নয়’

বিশ্বকাপ দলে কি তাহলে সুযোগ পাচ্ছেন রিপন