হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজে দর্শক ফেরাচ্ছে পাকিস্তান

করোনায় পাকিস্তানে ক্রিকেট ফিরলেও এত দিন মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড। এবার ধীরে ধীরে মাঠে দর্শক ফেরানোর ব্যবস্থা করছে পিসিবি। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে বসে বাবর আজমদের খেলা দেখার সুযোগ পাবেন সমর্থকেরা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। 

নিউজিল্যান্ড ক্রিকেট দল এই মুহূর্তে আছে বাংলাদেশে। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করে কিউইরা যাবে পাকিস্তানে। সেখানে বাবরদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন টম ল্যাথাম-মার্টিন গাপটিলরা। দুই সংস্করণেই মাঠে দর্শক ফেরানোর কথা জানিয়েছে পিসিবি। এ বিষয়ে জাতীয় কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) কাছ থেকে অনুমতি নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

ওয়ানডে সিরিজে আনুমানিক ৪৫০০ দর্শক ও টি-টোয়েন্টি সিরিজে আনুমানিক ৫৫০০ দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। এখানে অবশ্য একটি শর্ত রেখেছে পিসিবি। যাঁরা করোনার দুইটি ডোজই দিয়েছেন ও সার্টিফিকেট আছে একমাত্র তারাই টিকিট কেটে মাঠে ঢুকতে পারবেন। 

 ২০০৩ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। কিউইরা সফর চূড়ান্ত করার পর স্বস্তির কথা জানিয়েছিলেন ওয়াসিম খান। মাঠে দর্শক ফেরার অনুমতি পাওয়ায় আরও উচ্ছ্বসিত বোর্ডের এই উচ্চপদস্থ কর্মকর্তা। বলেছেন, ‘দর্শকেরা যেকোনো খেলার প্রাণ। দর্শক মাঠে থাকলে খেলোয়াড়দের মধ্যে আরও ভালো করার তাগিদ বাড়ে। একই সঙ্গে তারা খেলাটা উপভোগ করে। আমরা এনসিওসির কাছে কৃতজ্ঞ।’ 

মাঠে দর্শক ফিরলে করোনার টিকা নিতে মানুষ আরও আগ্রহী হবে বলে মনে করেন ওয়াসিম খান। বলেছেন, ‘যারা নিয়মিত মাঠে এসে খেলা দেখেন, তারা এখন দ্রুত টিকা নেবেন।’ ওয়াসিম আশা করেন, দর্শকেরা খেলা উপভোগ করার পাশাপাশি মাঠে বসে খেলোয়াড়দের সমর্থন দেবেন। ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে পাকিস্তানের কিউই পরীক্ষা।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’