হোম > খেলা > ক্রিকেট

তামিমের উপলব্ধি, তাঁদের রান করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের মতো ভুল করতে চান না তামিম ইকবাল। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে রান করার প্রয়োজনীয়তা বেশ অনুভব করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচেও টপ অর্ডারের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবেন তামিম।

প্রথম ওয়ানডেতে ৭৪ রান করতেই বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট। লিটন–মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্ধার হয় বাংলাদেশ। তবে টপ অর্ডারে ব্যাটসম্যানরা রান করলে যে কাজটা আরও সহজ হয়, সেটা তামিম ভালো করেই জানেন। আজ এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘কম রানে তিন উইকেট পড়ে যাওয়াটা দলের জন্য ভালো নয়। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে।’

তামিম প্রথম ওয়ানডে থেকে পাওয়া কিছু ইতিবাচক দিক নিয়েও বললেন। লিটনের পর শেষে দিকে আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছেন, সেটি অধিনায়কের বেশ প্রশংসা পেয়েছে। বড় অবদানের পাশাপাশি এমন ছোট অবদানের কৃতিত্ব দিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ। আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আফিফ ইনিংসটা না খেললে ২৭০ (২৭৬) রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ (২৬) রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।’

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও