হোম > খেলা > ক্রিকেট

তামিমের উপলব্ধি, তাঁদের রান করতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ম্যাচের মতো ভুল করতে চান না তামিম ইকবাল। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে রান করার প্রয়োজনীয়তা বেশ অনুভব করেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। কাল ম্যাচেও টপ অর্ডারের ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে থাকবেন তামিম।

প্রথম ওয়ানডেতে ৭৪ রান করতেই বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট। লিটন–মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে উদ্ধার হয় বাংলাদেশ। তবে টপ অর্ডারে ব্যাটসম্যানরা রান করলে যে কাজটা আরও সহজ হয়, সেটা তামিম ভালো করেই জানেন। আজ এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘কম রানে তিন উইকেট পড়ে যাওয়াটা দলের জন্য ভালো নয়। টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি আরেকটু ভালো খেলি, দল হয়তো এমন অবস্থায় পড়বে না। চেষ্টা করব যে পরের ম্যাচে এমন সুযোগ এলে কাজে লাগাতে।’

তামিম প্রথম ওয়ানডে থেকে পাওয়া কিছু ইতিবাচক দিক নিয়েও বললেন। লিটনের পর শেষে দিকে আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলেছেন, সেটি অধিনায়কের বেশ প্রশংসা পেয়েছে। বড় অবদানের পাশাপাশি এমন ছোট অবদানের কৃতিত্ব দিয়ে তামিম বলেছেন, ‘আমার কাছে ছোট ছোট অবদান খুব গুরুত্বপূর্ণ। আফিফের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। আফিফ ইনিংসটা না খেললে ২৭০ (২৭৬) রান করতে পারতাম না। ৩০-৪০ রান কম হতো। মিরাজের ২২-২৩ (২৬) রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) আউট হওয়ার পর আরেকটি উইকেট পড়ে গেলে বিপদ হতো। এই ছোট ছোট অবদানের কৃতিত্ব দেওয়া গুরুত্বপূর্ণ।’

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি